নিষেধাজ্ঞা থেকে ফেরার পর বিসিএলের আসন্ন আসরে দল পাচ্ছিলেন না বাংলাদেশের এক সময়ের হিট ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল। অবশেষে দল পেলেন আশরাফুল। বিসিএলের সপ্তম আসরে ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে খেলবেন বিশ্বের কনিষ্ঠ সেঞ্চুরিয়ান আশরাফুল। তৃতীয় রাউন্ডে দলের সঙ্গে যোগ দেবেন ডানহাতি এই ব্যাটসম্যান। গত আসরেও ইস্ট জোনের হয়ে খেলেছিলেন আশরাফুল।
চলতি আসরের শুরুতে তাকে ‘রিটেইন’ করেনি ইস্ট জোন। প্লেয়ার ড্রাফটে ইস্ট জোনের পাশাপাশি অন্য তিন ফ্র্যাঞ্চাইজিও তার প্রতি আগ্রহ দেখায়নি।দ্বিতীয় রাউন্ডের খেলা এখন চলছে। বৃহস্পতিবারই তাকে দলভুক্ত করেছে ইসলামী ব্যাংক ইস্ট জোন। ইমার্জিং কাপে খেলতে যাবে বলে দলটি তাদের তিন ক্রিকেটারকে পরের রাউন্ড থেকে পাচ্ছে না। সেই সুযোগে কপাল খুলল আশরাফুলের।
সবশেষ ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে ভালো পারফর্ম করতে পারেননি আশরাফুল। ঢাকা মেট্রোর হয়ে ছয় ম্যাচে ৯ ইনিংসে তার ব্যাট থেকে আসে মাত্র ২৫৩ রান। যেখানে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৫৩ রানের। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ৪৯ রানের। বল হাতে নেন ৭ উইকেট।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন