শিরোনাম

প্রচ্ছদ /   কাউকে না জানিয়ে বিশাল এক কান্ড ঘটালেন মাশরাফি

কাউকে না জানিয়ে বিশাল এক কান্ড ঘটালেন মাশরাফি

Avatar

বৃহস্পতিবার, নভেম্বর ২৯, ২০১৮

প্রিন্ট করুন

একাদশ জাতীয় সংবদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নড়াইল–২ আসনে নির্বাচন করবেন মাশরাফি।

নির্বাচনের ঠিক আগ মুহুর্তে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ। আর সেই সিরিজের জন্য বুধবার থেকে নিজেকে তৈরির লড়াইয়ে নেমে পড়েছেন নড়াইল এক্সপ্রেস। নীরবে উইন্ডিজ সিরিজের প্রস্তুতি শুরু মাশরাফির।

রাজনীতিতে জড়িয়ে ক্রিকেট থেকে এখন কিছুটা দূরে রয়েছেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু মনটা ঠিকই পড়ে রয়েছে খেলার মাঠে। তাইতো শত ব্যস্ততার ভিড়েও বুধবার মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে এসেছিলেন মাশরাফি। গতকাল বুধবার স্টেডিয়ামের জিমনেশিয়ামে বেশ খানিকটা সময় ঘাম ঝড়ান ওয়ানডে অধিনায়ক।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর আর মাঠমুখী হননি মাশরাফি। বিশ্রামেই সময় কেটেছে তার। মাঝে নেমেছেন রাজনীতির মাঠে। এদিনই প্রথম অনুশীলন করলেন অধিনায়ক। মাশরাফি অবশ্য একা একাই অনুশীলন করেছেন। দুই দল টেস্ট সিরিজের অনুশীলন শেষে ফিরে যাওয়ার পর জিমে ঘাম ঝরান মাশরাফি।

যে কোনো সিরিজের আগে ক্রিকেটাররা অনুশীলন করবেন এটা স্বাভাবিক ঘটনা। তবে মাশরাফির এদিনের অনুশীলন আলাদা করে খবরে আসছে। কেননা জাতীয় নির্বাচনে অংশ নেবেন বলে মাশরাফি এই সিরিজে খেলবেন কি খেলবেন না তা নিয়ে ছিল গুঞ্জন।

তবে মাশরাফি সবকিছুর ওপর প্রাধান্য দিচ্ছেন খেলাকে। জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তার ধ্যান-জ্ঞানে থাকবে কেবল ক্রিকেট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ৯ ডিসেম্বর। ১১ ডিসেম্বর দ্বিতীয় ওয়ানডে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। ১৪ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। মাশরাফি ওয়ানডে সিরিজ শেষ করেই নির্বাচনী প্রচারণায় অংশ নিবেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন