শিরোনাম

প্রচ্ছদ /   অবশেষে বাংলাদেশ পেলো বিশ্বের ৩ নাম্বার পজিশনের ব্যাটসম্যান

অবশেষে বাংলাদেশ পেলো বিশ্বের ৩ নাম্বার পজিশনের ব্যাটসম্যান

Avatar

বৃহস্পতিবার, নভেম্বর ২৯, ২০১৮

প্রিন্ট করুন

তিন নম্বর পজিশন এমন একটি গুরুত্বপূর্ণ পজিশন যেখানে দ্রুত উইকেট পরে গেলে,তিন নম্বরে নামা একজন ব্যাটসম্যানকে ইনিংস বিল্ড আপ করতে হয়।দল এবং নিজের রানকে বড় একটা ইনিংসে রুপান্তর করা।

২০১৮ সালে তিন নম্বর পজিশনে খেলা সর্বোচ্চ রান করা,শীর্ষে থাকা ক্রিকেটারদের নাম দেওয়া হলঃ

১। মমিনুল হকঃ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৭ টি। ৭ ম্যাচে ১৪ ইনিংসে ব্যাট করে মোট রান করেছেন ৬৪৪। সর্বোচ্চ রান ১৭৭। এভারেজ ৪৬। শতক আছে ৪ টি। কোন অর্ধশতক নেই।

২। চেতেশ্বর পুজারাঃ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৯ টি। ৯ ম্যাচে ১৫ ইনিংসে ব্যাট করে মোট রান করেছেন ৪৭৩। সর্বোচ্চ রান ১৩২। এভারেজ ৩৩.৭৮। শতক আছে ১ টি। অর্ধশতক ৩টি।

৩। ধানাঞ্জে ডি সিলভাঃ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৯ টি। ৯ ম্যাচে ১৪ ইনিংসে ব্যাট করে মোট রান করেছেন ৪৩৮। সর্বোচ্চ রান ১৭৩। এভারেজ ৩১.২৮। শতক আছে ১ টি। অর্ধশতক ২টি।

৪। উসমান খাজাঃ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৫ টি। ৫ ম্যাচে ৯ ইনিংসে ব্যাট করে মোট রান করেছেন৩৩৬ । সর্বোচ্চ রান ১৭১। এভারেজ ৩৭.৩৩। শতক আছে ১ টি। অর্ধশতক ২টি।

৫। জো রুটঃ এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৭ টি। ৭ ম্যাচে ১১ ইনিংসে ব্যাট করে মোট রান করেছেন ৩১৪। সর্বোচ্চ রান ৮০। এভারেজ ২৮.৫৪। শতক নাই। অর্ধশতক ৩টি।

এ ছাড়াও এই লিস্টে আছেন হাসিম আমলা,কেন উইলিয়ামসন,আজহার আলী,কাইরেন পাওয়েল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন