চট্টগ্রাম টেস্টে দলে থেকেও যেন ছিলেন না পেসার বাংলাদেশ দলের বাঁ-হাতি মোস্তাফিজুর রহমান। না খেলার মতোই খেলেছিলেন তিনি। প্রথম ইনিংসে সবার আগে বোলিংয়ে এসে করেছিলেন মাত্র দুই ওভার। দ্বিতীয় ইনিংসে সবার পরে বোলিংয়ে এসেও জুটেছে সেই দুই ওভারই। ব্যাট হাতেও যে খুব বেশি বল খেলেছেন তেমনও নয়। দুই ইনিংসে ব্যাট করেছেন কেবল ছয়টি বল। চার স্পিনারে একাদশ সাজিয়ে একমাত্র পেসার মোস্তাফিজকে আক্ষরিক অর্থেই পুতুল বানিয়ে দলে রাখা হয়েছিল।
তবে ঢাকার মাঠে নিজের অতীত অভিজ্ঞতা থেকে অন্তত একটি জিনিস নিশ্চিত করেছেন সাকিব যে, এখানে সকাল বেলা দলের একমাত্র পেসার মোস্তাফিজের জন্যও কিছু না কিছু থাকবে। তবে সেটি যতটা না উইকেটের কারণে, তার চেয়ে বেশি কন্ডিশনের কারণে।
সাকিব বলেন, ‘মোস্তাফিজ বা পেসারদের জন্য সাহায্য থাকবে কি-না বলা যায় না। তবে ঢাকার উইকেটে সবসময় সকাল বেলা একটু হলেও পেস বোলারদের সাহায্য করে। বিশেষ করে, এমন আবহাওয়ায়, যখন একটু শিশির পড়ে, একটু ঠাণ্ডা ঠাণ্ডা ভাব থাকে। ঢাকার উইকেটটাতে সবসময় পেস বোলারদের একটু হেল্প থাকে। সেটা আমাদের বিবেচনায় আছে।’
পেসারদের জন্য যে উইকেটের কারণেই সাহায্য থাকবে না বা উইকেটে বাড়তি কিছু থাকবে নয়া পেসারদের জন্য- তা মোটামুটি নিশ্চিত। তাহলে কেমন হতে পারে ঢাকা টেস্টের উইকেট? এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব। যে কারণে ম্যাচের জন্য কোনো নির্দিষ্ট পরিকল্পনা সাজানোর পক্ষে নন তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন