অবশেষে বাংলাদেশ ক্রিকেট লিগের সপ্তম আসরে দল পেলেন মোহাম্মদ আশরাফুল। বর্তমানে বিসিএল দ্বিতীয় রাউন্ডের খেলা চলাকালীন সময়ে আশরাফুলকে দলে টানলো ইস্ট জোন।
২১ নভেম্বর থেকে মাঠে গড়ায় বিসিএলের সপ্তম আসর। এর আগে হয় দল বদল প্রকিয়া।আশরাফুল গত মওসুমে ইসলামী ব্যাংক ইস্ট জোনে খেলেছিলেন। নতুন মৌসুমে দল গুলো পূর্বের আসর থেকে ৬ জন করে ক্রিকেটার ‘রিটেইন’ করার সুযোগ পায়।
কিন্তু তা সত্বেও আশরাফুলকে দলে রেখেছিলো না ইস্ট জোন। প্লেয়ার ড্রাফটে ইস্ট জোনের পাশাপাশি অন্য তিন ফ্র্যাঞ্চাইজিও তার প্রতি আগ্রহ দেখায়নি।
শেষমেশ আজ আশরাফুলের পুরনো দল ইসলামী ব্যাংক ইস্ট জোনই তাকে দলে টানলো। আশাফুলকে দলে টানার পেছেনে রয়েছে ইস্ট জোনের তিন ক্রিকেটার ইমার্জিং কাপে যোগ দেওয়ার সম্ভাবনা।
খালি জায়গা পূরণ করতেই আশরাফুলকে দলে নিয়েছে ইস্ট জোন। ৫ ডিসেম্বর আসরের তৃতীয় রাউন্ড থেকে মাঠে নামবেন আশরাফুল।
সবশেষ ওয়ালটন জাতীয় লিগে ঢাকা মেট্রোর হয়ে মোট ৬ ম্যাচের ৯ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২৫৩ রান। যেখানে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৫৩। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসে ছিল ৪৯ রান। এ ছাড়া ব্যাটিংয়ে সাথে বল হাতে ৭টি উইকেট।
ইসলামী ব্যাংক ইস্ট জোন : মোহাম্মদ সাইফউদ্দিন, আবু জায়েদ রাহী, জাকির হাসান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, রনি তালুকদার, শামসুর রহমান, ইয়াসির আলী, তাসামুল হক, এনামুল হক জুনিয়র, হাসান মাহমুদ,
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন