শিরোনাম

প্রচ্ছদ /   দলে নিশ্চিত সাদমান,কপাল পুড়ল যে টাইগারদের দেখেনিন একাদশ

দলে নিশ্চিত সাদমান,কপাল পুড়ল যে টাইগারদের দেখেনিন একাদশ

Avatar

বৃহস্পতিবার, নভেম্বর ২৯, ২০১৮

প্রিন্ট করুন

চট্টগ্রাম টেস্টে দারুণ জয় তুলে নিয়ে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। তবে খুব যে নির্ভার সেটা বলার উপায় নেই। কারণ, ঢাকা টেস্টেই নির্ধারণ হবে সিরিজের ফলাফল।চট্টগ্রামে অভিষেক হয়েছে নাঈম হাসানের। ঢাকা টেস্টেও অভিষেকর অপেক্ষায় আছেন আরেক তরুণ সাদমান ইসলাম অনিক।

জানা গেছে, ঢাকা টেস্টে সাদমানের অভিষেকের বিষয়টি অনেকটাই নিশ্চিত। তেমনটা হলে সৌম্য সরকারের সঙ্গে ইনিংস শুরু করবেন সাদমান।

বিসিবির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ঘাড়ের ব্যথার কারণে দ্বিতীয় টেস্ট খেলার জন্য যথেষ্ট ফিন নন ইমরুল। তাকে বাদ দিয়েই তাই ১৩ সদস্যের দল ঘোষণা করে বোর্ড।

এদিকে প্রাকটিসের সময় নিয়মিত উইকেট কিপার মুশফিক আঙুলে চোট পাওয়ায় তার ব্যাকআপ হিসেবে লিটন দাসকে ডাকা হয়েছে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, দ্বিতীয় টেস্টে মুশফিক খেলবেন।

যেহেতু মিঠুনের উইকেট কিপিংয়ে টিম ম্যানেজমেন্টের আস্থা কম তাই লিটনকে ডাকা হয়েছে। ফলে লিটন সুযোগ পেলে তাকে জায়গা ছেড়ে দিতে হতে পারে মিঠুনের। আর ব্যাটিংয়ের অবস্থা ভালো করতে মুস্তাফিজের পরিবর্তে দলে আসবে আরিফুল।

সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, আরিফুল হক।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন