টি-এটন ক্রিকেটে মারাঠা অ্যারাবিয়ানস ও পাখতুনসের মধ্যকার ম্যাচে চলল বাউন্ডারির বৃস্টি। ম্যাচে মারাঠা অ্যারাবিয়ানসকে ৮ উইকেটে হারিয়েখে পাখতুনস।
ম্যাচে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে ১২৫ রান করে মারাঠা। দলের পক্ষে ১৪ বলে ৩৬ রান করেন নাজিবুল্লাহ জাদরান। ১৫ বলে ২৫ রান করেন কামরান আকমল, রশিদ খান ৭ বলে ২১ রান এবং ১২ বলে ২৩ রান করেন টেলর।
জবাব দিতে নেমে ৪ বল বাকি থাকতে আট উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে পাখতুনস। দলের পক্ষে কলিন ইনগ্রাম করেন ৪২ রান। এছাড়া ৩৫ রান করেন সফিক। ডেলপোর্ট করেন ৩৬ রান।
এই ম্যাচে মারাঠা অ্যারাবিয়ানস তারকারা মোট ১০টি ছক্কা মারে। চার মারে ৮টি। এর মধ্যে যাযাই একটি চার, হেলস ১টি চার, নাজিবুল্লাহ ৩টি ছক্কা ও ২টি চার, কামরান আকমল ২টি ছক্কা ও একটি চার, টেইলর ২টি ছক্কা ও একটি চার, ব্রাভো একটি ছক্কা ও রশিদ খান ২টি ছক্কা, দুটি চার মারেন।
পাখতুনস তারকারা মোট ১২টি ছক্কা ও ৬টি চার মারেন। এর মধ্যে ইনগ্রাম ৫টি ছক্কা ও ২টি চার, সফিক ৪টি ছক্কা ও একটি চার, ফ্লেচার ১টি ছক্কা ও ১টি চার এবং ডেলপোর্ট ২টি ছক্কা ও ২টি চার মারেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন