ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য আজ ১৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পুরোপুরি সুস্থ না হওয়ায় ঢাকা টেস্টেও ফিরতে পারলেন না ওপেনার তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ঘোষিত দল থেকে বাদ পড়েছেন আরেক ওপেনার ইমরুল কায়েস। চট্টগ্রাম টেস্ট শেষ হওয়ার পর জানা গিয়েছিল কিছূটা চোটে পেয়েছেন ইমরুল। যার জন্য বাঁহাতি এই ব্যাটসম্যানকে বিশ্রামে রেখেছে বিসিবি। ইমরুল ছাড়া চট্টগ্রাম টেস্টের দল নিয়েই আগামী ৩০ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে ক্যারিবীয়দের মুখোমুখি হবে টাইগাররা। ১-০ এগিয়ে থেকে মিরপুর টেস্টে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।
দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাইম হাসান, আরিফুল হক, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন