আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীদের অংশগ্রহণের জন্য আজ মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে দ্বিতীয় দিনের মত চিঠি দেয়ার কার্যক্রম শুরু করে বিএনপি। এদিকে ঢাকা-৬ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।
জানা যায় তিনি আজ দুপুরে কর্মী-সমর্থকদের নিয়ে গুলশান কার্যালয়ে এসে মনোনয়নের চিঠি সংগ্রহ করেন। এ সময় ইশরাক বলেন, দল মনোনয়ন দেয়ায় আমি কৃতজ্ঞ। ঢাকা-৬ আসনটি আমি ধানের শীষকে উপহার দেয়ার চেষ্টা করব।
তাছাড়া সাদেক হোসেন খোকা অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন। তিনি ঢাকা-৬ আসন থেকে নির্বাচন করার কথা ছিল। কিন্তু তিনি অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে আছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন তিনি। এছাড়া সরকারের দায়ের করা একটি মামলায় কারাদণ্ডের সাজা পাওয়ায় আগামী নির্বাচনে প্রার্থী হতে পারেননি ঢাকা-৬ আসন থেকে একাধিকবার নির্বাচিত খোকা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন