শিরোনাম

প্রচ্ছদ /   তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমরা-নান্নু

তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমরা-নান্নু

Avatar

মঙ্গলবার, নভেম্বর ২৭, ২০১৮

প্রিন্ট করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে এরই মধ্যে জয় পেয়েছে বাংলাদেশ দল। আগামী ৩০ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা। আর দ্বিতীয় টেস্টকে সামনে রেখে এরই মধ্যে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে টাইগারদের দ্বিতীয় টেস্টের দলে নেই ইমরুল কায়েস।

এছাড়াও ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে তামিম ইকবালকে রাখেনি নির্বাচকরা। তবে তামিমের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচকরা অপেক্ষা করবে বলেই জানা গেছে। তামিমের ইনজুরির ব্যাপারে কোনো খবর না থাকায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না বোর্ড।

এ প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘তামিমের ইনজুরির ব্যাপারে এখনও কোন খবর পাইনি আমরা তাই তাঁকে স্কোয়াডে রাখিনি। তাঁর জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব আমরা। সুখবর পেলেই তাঁকে দলে নেয়া হবে। এসব কথা মাথায় রেখেই ১৩ সদস্যের দল ঘোষণা করেছি আমরা।

’তিনি আরো বলেন, ‘ইমরুলের কাঁধে চোট রয়েছে সেই কারণে তাঁকে বিশ্রাম দিচ্ছি আমরা। আমরা সাদমানকে পরখ করে দেখতে চাই সে আন্তর্জাতিক আঙ্গিনায় কেমন পারফর্ম করে। যেহেতু সে ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যে ছিল তাঁকে নিয়ে আশাবাদি আমরা।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন