ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলার সিদ্ধান্ত সাকিব নিজেই নেন বলেও জানান তিনি। ইনজুরি থেকে ফিরে চট্টগ্রাম টেস্টে তার পারফরম্যান্স ও দলের প্রতি নিবেদনের প্রশংসাও করেছেন বিসিবি প্রধান। জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা দুই টেস্টে জয়। স্বস্তিতেই থাকার কথা দলের। কিন্তু সেটা আর হচ্ছে কই। বোলিংটা ঠিকঠাক হলেও, মাথা ব্যথার কারণ দলের হতশ্রী ব্যাটিং। আলাদা করে বলতে হয় ওপেনিং ও টপ অর্ডারের কথা। সবশেষ ৫ টেস্টের ১০ ইনিংসে ওপেনিংয়ে সর্বোচ্চ রান এসেছে ৫৬। যেখানে গড় মাত্র ১৫।
এই ৫ টেস্টের ৩টি হয়েছে দেশের মাটিতে। প্রতিপক্ষের জন্য এই উইকেট কঠিন হতে পারে। কিন্তু ঘরের মাঠেও স্বাগতিকদের এমন ব্যাটিং ভাবনার কারণ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের।’ব্যাটিংটা নিয়ে সত্যিই একটু চিন্তিত। আমদের পিচে আমাদের অবশ্যই আরো ভালো ব্যাটিং করার কথা।
সেদিক থেকে যদি চিন্তা করেন, মুমিনুল ভালো একটা স্কোর করেছে তা নাহলে কিন্তু বিরাট সমস্যায় পড়তে পারতাম। মুশফিক, রিয়াদ, সাকিবরাও যদি মুমিনুলের মতো রান পায় তাহলে টেস্টের মতো ফাইট হবে।’ বলছিলেন বিসিবি বস।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন