শিরোনাম

প্রচ্ছদ /   রেকর্ড করার ব্যাপারে নিজেকে গর্ব করে যা বললেন তাইজুল

রেকর্ড করার ব্যাপারে নিজেকে গর্ব করে যা বললেন তাইজুল

Avatar

মঙ্গলবার, নভেম্বর ২৭, ২০১৮

প্রিন্ট করুন

মাশরাফিকে ছাড়িয়ে গেছেন। মোহাম্মদ রফিকের খুব কাছাকাছি এখন আপনি। জানেন তো— তাইজুল ইসলামের নির্লিপ্ত উত্তর, ‘হ্যাঁ, জানি।’ সামনে তো আরও রেকর্ডের সুযোগ আছে, ‘আমি জানি’। মিরপুর টেস্টে সাতটা উইকেট পেলেই কিন্তু ২০১৮ সালের সেরা বোলার হয়ে যাবেন।

রেকর্ডটার কথা মাথায় আছে নিশ্চয়ই। এবারও তাইজুল খেললেন সোজা ব্যাটে। বললেন, ‘ভাই, আমি এসব রেকর্ড নিয়ে ভাবি না। চিন্তাও করি না। ভালো বোলিং করতে চাই। ভালো বোলিং করলে উইকেট পাব।’

সাংবাদিকদের আগ্রহ দেখেই কিনা ক্ষণিক পরেই বাঁহাতি এই স্পিনারের ভেতরের কথাও বের হয়ে পড়ল। হঠাতৎই তাইজুলের জিজ্ঞাসা— আচ্ছা ভাই, দক্ষিণ আফ্রিকার কি এ বছর আর ম্যাচ আছে?

উত্তরের অপেক্ষা না করেই ২৬ বছর বয়সী এই স্পিনার বললেন, রাবাদার তো ৪৬টা, আমার ৪০টা। কথাটা বলতেই তাইজুলের চোখেমুখে যেন আকাশ ছোঁয়ার রোমাঞ্চ খেলে গেল।

বাস্তবতা হচ্ছে, চলতি বছরে মিরপুরেই শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা এ বছর আরেকটি টেস্ট খেলবে। আগামী ২৬-৩০ ডিসেম্বর সেঞ্চুরিয়নে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে দক্ষিণ আফ্রিকা। রাবাদারও সেই টেস্টে খেলার কথা।

গতকাল তাইজুলের সঙ্গে যখন এই রেকর্ড সম্পর্কিত আলোচনা চলছিল, তখনও বছরের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারির তালিকায় শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরার নামটা খুব বেশি উচ্চারিত হয়নি। গতকাল কলম্বোয় ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ হওয়া তৃতীয় টেস্টে আট উইকেট নিয়ে এই অফস্পিনার চলে এসেছেন তালিকার শীর্ষে। রাবাদার মতোই নয় ম্যাচে ৪৬টি উইকেট এখন দিলরুয়ানের ঝুলিতে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন