টি-টেন ক্রিকেটে ১০ ওভারে ১০৮ রানের টার্গেট। খুব একটা বড়ও নয়। কেননা, এই রান করে কেউই নিরাপদ নয়। তার উপর প্রতিপক্ষ দলে যদি গেইল, স্টার্লিং, মরগ্যান, পোলার্ডের মত তারকা থাকে তাহলে তো কোন কথাই নেই। কিন্তু সেই তারাই এই ম্যাচ পারলোনা জিততে। হেরে গেল ৩৬ রানের বড় ব্যবধানে।
প্রথমে ব্যাটিং করে ১০ ওভারে ৫ উইকেটে ১০৭ রান করে পাঞ্জাবি লিজেন্ডস। দলের পক্ষে উমর আকমল ১৭ বলে ৩০ রান করেন। এছাড়া ৭ বলে ২৪ রান করেন ক্রিস জর্ডান।
জবাব দিতে নেমে কেরালা নাইটস এর একমাত্র গেইল ১৯ বলে ৩৫ রান করেন। বাকি ১০ তারকার কেউই দুই অংকের ঘরেই পৌছতে পারেনি। সর্বোচ্চ ৮ রান করেছিল ফ্যাবিয়ান অ্যালেন। যাদের নিয়ে ভরসা সেই স্টার্লিং ০, মরগ্যান ৭, পোলার্ড ৩ রান করেই আউট হয়ে যায়।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন