শিরোনাম

প্রচ্ছদ /   বিশ্বসেরা টি২০ বলিং রেংকিয়ে টপ ১০ এ রয়েছে যে টাইগার

বিশ্বসেরা টি২০ বলিং রেংকিয়ে টপ ১০ এ রয়েছে যে টাইগার

Avatar

মঙ্গলবার, নভেম্বর ২৭, ২০১৮

প্রিন্ট করুন

গতকাল প্রকাশিত হয়েছে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিং। ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের পর এই র‌্যাংকিং ঘোষণা করে আইসিসি। র‌্যাংকিংয়েদারুণ উন্নতি করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এশিয়া কাপের মাঝপথ থেকেই ইনজুরিতে পড়ে ছিটকে পড়েন সাকিব।

দীর্ঘ ২ মাস মাঠের বাইরে থাকা সাকিব উইন্ডিজের বিপক্ষে টেস্টে ফেরেন। মাঝে খেলেননি কোন ম্যাচ। তবুও শীর্ষ ১০ বোলারে নিজের নাম ধরে রাখলেন সাকিব। আইসিসির টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে ১০ নম্বরে উঠে এলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

৬৩৩ রেটিং পয়েন্ট নিয়ে একমাত্র বাংলাদেশি হিসাবে সেরা দশে আছেন তিনি। এদিকে সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া-ভারত সিরিজ শেষে শীর্ষ দশে অবস্থান করছেন ভারতের বাঁহাতি স্পিনার কুলদীপ যাদব ও অস্ট্রেলিয়ার স্পিনার অ্যাডাম জাম্পা।

ক্যারিয়ার সেরা ৭১৪ রেটিং পয়েন্ট নিয়ে কুলদীপ অবস্থান করছে দুই এ। আর ৬৭০ পয়েন্ট নিয়ে বোলিং র‌্যংকিংয়ে ৫ এ উঠে এসেছেন অ্যাডাম জাম্পা। বরাবরের মতই ৭৯৩ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন