এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে চোট পেয়ে দেশে ফিরে আসা তামিম ইকবাল বুধবার ইংল্যান্ড যাচ্ছেন। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী চ্যানেল আই অনলাইনকে জানান, সেখানকার চিকিৎসক ড. ডেভিড তামিমের হাত দেখে পরবর্তী করণীয় সম্পর্কে জানাবেন।
‘শুক্রবার ইংল্যান্ডে হ্যান্ড সার্জন ড. ডেভিডের কাছে সে যাচ্ছে। অ্যাপয়েনমেন্ট নেয়া হয়েছে। তিনি দেখবেন এবং সিদ্ধান্ত নেবেন। যেহেতু তামিমের হাতে চিড় আছে, সেহেতু অর্থপেডিক ও হ্যান্ড সার্জনের মতামত দরকার। উনারা দেখবেন এবং সাজেস্ট করবেন, সেভাবেই আমরা আগাব।’
অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজে তামিম খেলতে পারবে কিনা সেটি নিয়ে আছে শঙ্কা। অস্ত্রোপচার লাগলে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও অনিশ্চিত হয়ে পড়তে পারেন দেশসেরা এ ওপেনার।
দুবাইয়ে লঙ্কান পেসার সুরঙ্গা লাকমলের ডেলিভারিতে আঙুলে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তামিম। এশিয়া কাপের উদ্বোধনী ওই ম্যাচে আঘাতের পরই জানা যায় টুর্নামেন্ট শেষ তার। পরে হাসপাতাল ঘুরে মাঠে ফিরে ক্যারিয়ার বাজি রেখে একহাতে ব্যাট করে দেশের প্রতি ভালোবাসার অনন্য নজির দেখিয়ে প্রশংসিত হন বাঁহাতি এ ব্যাটসম্যান।-চ্যানেলআইঅনলাইন
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন