শিরোনাম

প্রচ্ছদ /   কপালে থাকলে উইকেট আপনা আপনি আসবে- তাইজুল

কপালে থাকলে উইকেট আপনা আপনি আসবে- তাইজুল

Avatar

সোমবার, নভেম্বর ২৬, ২০১৮

প্রিন্ট করুন

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ। তাইজুলের ঘূর্ণিজাদুতে বল হাতে সাকিবের অভাব অনেকটাই ঘুচে গেছে। এরপর চলতি উইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচে সাকিব ফিরলেও পারফর্মেন্সে তাকে ম্লান করে দেন তাইজুল ইসলাম। রেকর্ড বেশ কটি তার নামের পাশে আছে। কিন্তু বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক সাকিবের প্রশংসায় পঞ্চমুখ। ২২ টেস্টে এখন পর্যন্ত ৯৪ উইকেট শিকার করেছেন তাইজুল।

বাংলাদেশের হয়ে ২৮ টেস্টে ১০০ উইকেট নিয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড সাকিব আল হাসানের। সুতরাং আগামী ৫ টেস্টে ৬টি উইকেট পেলেও সাকিবকে ছাড়িয়ে দ্রুততম উইকেটের সেঞ্চুরি করে ফেলবেন তাইজুল। তিনি এই মুহূর্তে যে দুর্দান্ত ফর্মে আছেন, তাতে আগামী শুক্রবার থেকে উইন্ডিজের বিপক্ষে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টেই এই রেকর্ড গড়ে ফেলতে পারেন।

তবে সাকিবের রেকর্ড ভাঙার প্রসঙ্গ উঠতেই আজ সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের কাছে একটু বিব্রত হয়েই তাইজুল বলেন, ‘আমার মাথায় এত কিছু নেই।

সব সময় ভালো বোলিং করার চেষ্টা করি, সেটাই করে যাব। বরাবরই যে চিন্তা থাকে, সেটাই করে যাব। উইকেট যদি কপালে থাকে, আসবে। আসলে ভালো বল করলে উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি ভালো বল করার চেষ্টাটাই করব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন