উইকেট ও প্রতিপক্ষ দুই মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটের পার্থক্য আকাশ-পাতাল, বুঝতে বাকি নেই টাইগার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনের। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে টেস্টের মানসিকতা ধরে রাখা অনেক বেশিই কঠিন মিঠুনের কাছে।
ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং সহায়ক উইকেটে খেলা ব্যাটসম্যানের কাছে টার্নিং পিচে ব্যাটিং করা অনেক চ্যালেঞ্জিং। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে বিশ্বমানের উইন্ডিজ বোলারদের সামনে দাঁড়াতে হাড়েহাড়ে টের পেয়েছেন মিঠুন। তবে যত কঠিনই হোক ব্যাটসম্যান হিসেবে মেনে নিয়েই সামনে এগোতে হবে, ভালো করেই জানেন ২৭ বছর বয়সী মিঠুন।
‘এখানে পার্থক্য হচ্ছে, বোলারগুলো অনেক মানসম্মত থাকে। তাছাড়া যেই কন্ডিশনে খেলা হচ্ছে, এখানে অবশ্যই ব্যাটিংটা কঠিন। এটা সত্যি যে আমরা ব্যাটিং সহায়ক উইকেটে খেলছি না। ঘরোয়া লীগে আমাদের উইকেট যেমন ফ্ল্যাট থাকে, বাজে বল বেশি পাওয়া যায়।
‘এখানে বোলাররাও ভালো, কন্ডিশনও অনেক কঠিন। সবকিছু মিলিয়ে অবশ্যই ব্যাটিং করাটা কঠিন। তারপরও যেভাবেই হোক যত কঠিনই হোক, ব্যাটসম্যান হিসেবে আমাকে মেনে নিতে হবে এবং ওখান থেকে ওভারকাম করতে হবে,’ সোমবার সাংবাদিকদের বলেছিলেন তাইজুল।
এমন কঠিন কন্ডিশনে হাত খুলে খেলাকেই শ্রেয় মনে করছেন মিঠুন। তাঁর মতে, এসব উইকেটে টিকে থাকার চেষ্টা করার চেয়ে দলের খাতায় কিছু রান যোগ করা বেশি উত্তম। কারণ, ব্যাটসম্যান রান না পেলে নিজের উপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। আর এই উইকেটে টিকে থাকা এটাও সহজ নয়।
‘যদি এমন কন্ডিশন হয়, তাহলে আপনি যে কোন সময় আউট হয়ে যেতে পারেন। কারণ বোলারদের অনেক সাহায্য থাকে। বল একেক সময় একেক রকম আচরণ করছে। এটা শুধু কঠিন কন্ডিশন বলে না, যে কোন কন্ডিশনে ব্যাটসম্যান রান না করা পর্যন্ত থিতু না।
‘যখনই সে রান করতে পারবে তখনই তাঁর ব্যাটিংটা অনেক স্বাভাবিক হবে। সো যে কোন কন্ডিশনেই ব্যাটসম্যানের রানটা খুব গুরুত্বপূর্ণ। উইকেটে যত সময়ই কাটাই, আমি রান না করতে পারলে সেটা মোট সংগ্রহে যোগ হবে না, আমার ব্যক্তিগতভাবেও যোগ হবে না।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন