কঠিন উইকেটে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানরা দারুণ ব্যাট করেছে। তবে টস জেতা ম্যাচ জয়ে বড় ভূমিকা রেখেছে। এমনটাই মন্তব্য করেছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান। প্রথম ম্যাচের জয় দলকে উজ্জীবিত রাখবে। আর শুধু স্পিন উইকেট নয়, পেস উইকেটেও ভাল করার মতো বোলার রয়েছে বাংলাদেশ দলে। মন্তব্য করেন আকরাম খান।
চট্টগ্রাম লাকি গ্রাউন্ড। আরো একবার সাগরিকার পাড়ে কীর্তি গড়লো টাইগাররা। টেস্ট অঙ্গনে ১৮ বছরে পথ চলায় ঘরের মাঠে উইন্ডিজকে প্রথমবার ঘরের মাঠে হারালো বাংলাদেশ। ৫ দিনের টেস্ট মাত্র আড়াই দিনে জয়। এই জয় কিংবা উইকেট নিয়ে কথা হতে পারে অনেক। তবে কন্ডিশনের সুবিধা হোম টিম পাবে তা মানছেন সবাই।আড়াই দিনের এই টেস্টে টাইগারদের নিয়ে সমালোচনার জায়গা যেমন রয়েছে, তেমন রয়েছে প্রশংসার অনেক দিকও। এমন কঠিন উইকেটে প্রথম ইনিংসে মুমিনুলের সেঞ্চুরি কিংবা সবচেয়ে কম বয়সে অভিষিক্ত নাঈমের ৫ উইকেট পাওয়ার বিশ্ব রেকর্ড। সুযোগটা যারা পাচ্ছেন তারাই প্রমাণ দিচ্ছেন নিজেদের।
যা কিনা আশাবাদী করছে বিসিবিকে।বিসিবি পরিচালক আকরাম খান বলেন, মুমিনুল নাঈম রায়হানরা যে পার্টনারশিপটা করেছে সেটা কিন্তু আমাদের ম্যাচটা হাতে এনে দিয়েছে। স্পিনাররা তো ভালো করেছেই। ইম্পর্ট্যান্ট কথা হলো রান করাটা খুবই দরকার ছিল। সেটা কিন্তু আমরা প্রথম ইনিংসে করতে পেরেছি। যারা চান্স পাচ্ছে তারা কিন্তু নিজেদের প্রুফ করছে। সবাই যখনই ভালো করে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয়।
চট্টগ্রাম টেস্টের দূবোর্ধ্য স্পিন উইকেট নিয়ে হচ্ছে অনেক কথা। এমন উইকেটে খেলে বাইরের কন্ডিশনে গিয়ে সাদা পোশাকে কতটা মানিয়ে নিতে পারবে টাইগাররা। তবে বিসিবি পরিচালনা প্রধান বলছেন, টাইগার শিবিরে রয়েছে প্রতিশ্রুতিশীল পেসার। যাদের সক্ষমতা রয়েছে সিমিং কন্ডিশনে ভাল করার। হোম টিমের শক্তির বিচারে ঢাকা টেস্টেও স্পিনিং উইকেট রাখার আভাস দিলেন বিসিবি’র এই পরিচালক। তবে দ্বিতীয় টেস্টের দলে আসতে পারে পরিবর্তন। সময় টিভি অনলাইন
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন