বাংলাদেশ জাতীয় দলের মিষ্টার ফিনিশার হিসেবে পরিচিতি পেয়েছিলেন নাসির হোসেন। কিন্তু ইনজুড়ি আর নিজের কৃতকর্মের জন্য সেই তকমাটা বেশিদিন ধরে রাখতে পারেননি। এখন আছেন জাতীয় দলের বাইরে। তবে বিপিএল দিয়েই আবারও জাতীয় দলে ফেরার রাস্তাটা পাকা করতে চান নাসির।
বিপিএলে এবার তিনি খেলবেন সিলেট সিক্সার্সের হয়ে। আর এই দলটির হয়ে ভালো খেলেই জাতীয় দলে ফেরার পথ সুগম করতে চান একসময়ের দেশের অন্যতম জনপ্রিয় এই ক্রিকেটার।
নাসির বলেন, “বিপিএল আমার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। এখানে পারফর্মেন্সের উপর অনেক কিছু নির্ভর করছে। আমি এখন ভাবছি নিজেকে শতভাগ ফিট কিভাবে করব তা নিয়ে। এরপর যদি পারফর্ম করতে পারি তাহলে ডাক আসবেই। আমি পারফর্মেন্স দিয়েই জাতীয় দলে ফিরতে চাই।”
তবে বর্তমানে এবার জাতীয় দল থেকে বাদ পড়লে পুনরায় জাতীয় দলে ফেরা যে কঠিন সেটাও জানেন নাসির। তিনি বলেন, “নতুন ক্রিকেটারদের জন্য জাতীয় দলে আসা সহজ। নতুন কেউ পারফর্ম করলে সেটা আকর্ষণীয় দেখায়। কিন্তু পুরোনোদের পারফর্ম করলেও দলে ফেরা কঠিন।”
আট মাস ধরে ইনজুরির সাথে লড়াই করা নাসির বলেন, “আমি বিশ্বাস করি, জাতীয় দল সবার জন্য উন্মোক্ত। পারফর্ম করে জাতীয় দলের বাইরে কেউ থাকবে না। আমি নতুন ক্রিকেটারদের থেকেও ভালো পারফর্ম করেই দলে জায়গা পেতে চাই।”
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন