শিরোনাম

প্রচ্ছদ /   নির্বাচন নয় উইন্ডিজ সিরিজ খেলতে চাইঃ মাশরাফি

নির্বাচন নয় উইন্ডিজ সিরিজ খেলতে চাইঃ মাশরাফি

Avatar

রবিবার, নভেম্বর ২৫, ২০১৮

প্রিন্ট করুন

বর্তমানে পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দল। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে এরইমধ্যে জয় পেয়েছে টাইগাররা। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্টটি। বড় ফরম্যাটের সিরিজটি শেষ হবার পর ৯ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেবে দুই দল। সাদা পোশাকে অনেক দিন ধরেই খেলেন না মাশরাফি। গেল বছর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকেও ‘গুড বাই’ বলেছেন ৩৫ বছর বয়সী এই পেসার।

চলতি মাসের ১১ তারিখ ধানমণ্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন মাশরাফি। এরপর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।এর কয়েক দিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডেতে মাশরাফির থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ হিসেবে সামনে এসেছিল নির্বাচনের প্রচারণার বিষয়টি।

যদিও পরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অধিনায়কের খেলার বিষয়টি বিসিবি প্রধানই নিশ্চিত করেছিলেন। যদিও তিন ম্যাচেই থাকবেন কি না, তা নিয়ে দোটানা ছিল। তবে বাংলাদেশ ক্রিকেট ভক্তদের সুখবর রয়েছে। অধিনায়কের পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সবগুলো ম্যাচেই অংশ নিচ্ছেন মাশরাফি।ওয়ানডে সিরিজ শেষ করেই নির্বাচনের কাজে নড়াইলে যাবেন ওয়ানডেতে টাইগারদের হয়ে সর্বোচ্চ উইকেট নেয়া এই পেসার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন