শিরোনাম

প্রচ্ছদ /   অবশেষে সবাইকে চমকে দিয়ে ১ম টেস্টের জন্য ৪ পরিবর্তন নিয়ে চূড়ান্তভাবে একাদশ প্রকাশ করলো বিসিবি

অবশেষে সবাইকে চমকে দিয়ে ১ম টেস্টের জন্য ৪ পরিবর্তন নিয়ে চূড়ান্তভাবে একাদশ প্রকাশ করলো বিসিবি

Avatar

শনিবার, নভেম্বর ৩, ২০১৮

প্রিন্ট করুন

আন্তর্জাতিক ভেন্যুর স্বীকৃতি পাওয়ার পর সিলেট স্টেডিয়ামে এখন পর্যন্ত কোন টেস্ট ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। শনিবার সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই সিলেট স্টেডিয়ামে অভিষেক টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

আর এই অভিষেক টেস্টে স্বাগতিক দলের একাদশে পরিবর্তন আসতে পারে বেশ কয়েকটি। তবে অধিনায়ক রিয়াদের চাইছেন সেরা একাদশ নিয়েই মাঠে নামতে, ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ইঙ্গিত দিয়েছেন বেশী পরীক্ষা নিরীক্ষা করতে চান না একাদশ নিয়ে।

ইনজুরির কারণে যেহেতু তামিম ইকবাল স্কোয়াডে নেই সেহেতু ওপেনিংয়ে নতুন জুটি দেখা যাবে এই টেস্টে। ওপেনিংয়ে দায়িত্ব সামাল দিতে প্রস্তুত ওয়ানডে সিরিজে ওপেন করা দুই ক্রিকেটার ইমরুল কায়েস এবং লিটন দাস।

সংক্ষিপ্ত ফরম্যাটে দলের নিয়মিত সদস্য না হলেও সাদা পোশাকে বাংলাদেশ দলের অপরিহার্য সদস্য মমিনুল হক। নিজের প্রিয় পজিশন তিন নম্বরে ব্যাট করবেন এই বাঁহাতি ব্যাটসম্যান। মুশফিকুর রহিম উইকেট রক্ষকের দায়িত্ব পালন করার পাশাপাশি থাকছেন চার নম্বরে।

ওয়ানডে ফরম্যাটে নিজেকে চেনানর পর এবার টেস্টে পাঁচ নম্বরে ব্যাট করতে প্রস্তুত মিথুন আলি। সেই সঙ্গে টেস্ট অভিষেকও হচ্ছে এই ডানহাতি ব্যাটসম্যানের সেটা অনেকখানি নিশ্চিত। অধিনায়ক সাকিব আল হাসান দলে নেই, দায়িত্বটা মাহমুদুল্লাহ রিয়াদের কাঁধে।

এই দায়িত্ব কাঁধে নিয়েই ছয় নম্বর পজিশনে ব্যাট করবেন রিয়াদ। মেহেদি হাসান মিরাজ স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে থাকছেন আট নম্বরে। একমাত্র স্পিনার হিসেবে একাদশে জায়গা নিশ্চিত তাইজুল ইসলামের।

দ্বিতীয় স্পিনার হিসেবে অভিষেক হতে পারে নাজমুল ইসলাম অপুর। কিন্তু অপুর একাদশে জায়গা পাওয়া নির্ভর করছে উইকেটের উপর। স্পিন সহায়ক উইকেট হলে টেস্ট অভিষেক হচ্ছে এই বাঁহাতি স্পিনারের।

আর স্পিন সহায়ক উইকেট না হলে ঘরের মাঠে টেস্ট অভিষেক হতে পারে খালেদ আহমেদের। দুই পেসার হিসেবে একাদশে থাকা নিশ্চিত মুস্তাফিজুর রহমান এবং আবু জায়েদ রাহির।

বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মাদ মিথুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু/খালেদ আহমেদ, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন