বিপিএল খেলার জন্য মুখিয়ে আছেন ইংলিশ ক্রিকেটার ইয়ান বেল। নিজের দল ঢাকা ডায়নামাইটসের বাকি ক্রিকেটারদের দেখে বেশ আনন্দিত ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার।
‘আমাকে বিপিএলে খেলার সুযোগ করে দেওয়ায় বেশ আনন্দিত। আমার দল ঢাকা ডায়নামাইটস। সেখানে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আছেন। এন্ড্রু রাসেল, সাকিব, নারিন, কিরন পোলার্ডের মতো তারকারা সেখানে আছেন।
‘দলে বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও আছেন। আমরা আসরের দিকে তাকিয়ে আছি।’; ডায়নামাইটসের পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন।
উল্লেখ্য, দেশীয় তরুণ ক্রিকেটার এবং কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার নিয়েই এবারের বিপিএলে খেলতে যাচ্ছে ঢাকা ডায়নামাইটস। বিদেশিদের মধ্যে আছেন এন্ড্রু রাসেল, সুনিল নারিন, ইয়ান বেলদের মতো তারকারা।
এছাড়াও দেশীয় ক্রিকেটারদের মধ্যে আছেন সাকিব আল হাসান, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, শাহাদাত হোসেন রাজিবদের মতো পরীক্ষিত ক্রিকেটাররা। এছাড়া ঘরোয়া লীগে পরীক্ষিত কাজি অনিক, মিজানুর রহমান, রনি তালুকদার, শুভাগত হোমরা আছেন এই দলে।
উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরের পরে আর ইংল্যান্ডের জাতীয় দলে খেলেননি বেল। ইংল্যান্ডের হয়ে শেষবার টি-টুয়েন্টি খেলেছিলেন ২০১৪ সালের মে মাসে।
ঢাকা ডাইনামাইটস স্কোয়াডঃ- রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, অ্যান্ড্রু বিরস, ইয়ান বেল, কাজি অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাত হোসেন রাজিব, নাইম শেখ, সাকিব আল হাসান, সুনিল নারিন, রভম্যান পাওয়েল, কিরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হযরতউল্লাহ জাজাই।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন