ইংলিশ পেসার প্যাট ব্রাউন প্রথম বারের মত খেলবেন বিপিএলে। তাইতো সুযোগ হাতছাড়া করতে চাইছেন তিনি। যদিও তার তখন পরীক্ষা চলবে তবে তিনি খেলার দিকেই বেশি মনোযোগী।
এই ক্রিকেটার বলেন, ‘আমি ড্রাফট এবং অকশনের সব তারিখ লিখে রেখেছিলাম। কিন্তু এরপরেও আমি এই ব্যাপারটি ভুলে গিয়েছিলাম এবং যখন আমি রবিবার আমার এজেন্টে কাছ থেকে কল পেলাম এবং সে আমাকে জানাল যে আমি ড্রাফটে আছি আমি তখন বেশ অবাক হয়েছিলাম। তবে এরপরে অবশ্যই আমি বেশ রোমাঞ্চিত হয়েছি প্রথমবারের মত এখানে ডাক পাওয়ায়।’
এই সুযোগ হাতছাড়া করবেন না জানিয়ে তিনি বলেন, ‘আমি এখনও এই ব্যাপারে নিশ্চিত নই! যারা সময় নির্ধারণ করে তাঁদের সাথে আমি একটি মিটিং করব-আমি একটি সূচি তৈরি করব যখন টুর্নামেন্টটির তারিখ আরও জানতে পারব, যখন আমি দেশ ছাড়ব, তখন দেখা যাবে কি করা যায়। যদিও এটি এমন একটি সুযোগ যেটা আমি হাতছাড়া করব না।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন