শিরোনাম

প্রচ্ছদ /   এবারের বিশ্বকাপে যে কারণে বাংলাদেশই হবে চ্যাম্পিয়ন জানালেন সাকিব

এবারের বিশ্বকাপে যে কারণে বাংলাদেশই হবে চ্যাম্পিয়ন জানালেন সাকিব

Avatar

বুধবার, অক্টোবর ৩১, ২০১৮

প্রিন্ট করুন

আগামী বছরেই ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে আচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। এক সময় বিশ্বকাপে অংশগ্রহণই ছিল বাংলাদেশের জন্য বড় ব্যাপার। এখন বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। কেন নয়, বাংলাদেশের ক্রিকেট যে দিন দিন বেশ উন্নত হচ্ছে। যার ফলে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এই দলটা বিশ্বকাপও জিততে পারে।

আর সেই বিশ্বাস রয়েছে টাইগার দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের মধ্যেও। সম্প্রতি আসন্ন বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন সাকিব। তিনি জানিয়েছেন, দলের সবার মধ্যেও এই বিশ্বাসটা আছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের সব মানুষ আশা করছে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হবে। এটা তো শুধু শুধু করছে না। এর আগে তো কোনবার বলে নাই যে আমরা বিশ্বকাপ জিততে পারি। এবার বলছে কারণ তারাও এই জিনিসটা বিশ্বাস করে। এবং আমরা প্লেয়াররাও বিশ্বাস করি। আমি সিউর বিসিবির সবাইও বিশ্বাস করে যে, এরকম কিছু আমরা করতে পারি।’

ছবি সূত্রঃ ইন্টারনেট

ফরম্যাটটা ওয়ানডে বলেই বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘এই ফরম্যাটটায় আমরা সবচেয়ে শক্তিশালী, টেস্ট ও টি-টোয়েন্টির তুলনায় আমরা স্বাভাবিকভাবেই একটু বেশি ভালো অবস্থানে আছি। সেদিক থেকে অবশ্যই আশাবাদি। যেভাবে আমরা পারফর্ম করছি, আমরা এখন এশিয়ার সেকেন্ড বেস্ট টিম।’

তিনি আরো বলেন, ‘শেষবার যখন চ্যাম্পিয়ন্স ট্রফি হল, সেখানে ভারত পাকিস্তান ফাইনাল হল। আমরা সেই পাকিস্তানকে হারাতে পেরেছি। আমি মনে করি আমাদের খুব ভালো সম্ভাবনা আছে। বেশ কিছু ভালো দল আছে, আমাদের ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। যেহেতু বড় টুর্নামেন্ট। নয়টা ম্যাচ, সেমিফাইনাল পর্যন্ত যাওয়া অনেক কঠিন কাজ হবে। আমার কাছে মনে হয় পরের পার্টটা বরং আরও ইজি। এরপর মাত্র দুইটা ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল। প্রথমে আপনাকে নয়টা ম্যাচ ভাল খেলতে হবে, পরে দুইটা ম্যাচ।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন