ওয়ালটন ২০তম জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের তৃতীয় দিনের খেলায় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আজ দারুণ ব্যাটিং করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ২৩ রানে অপরাজিত আছেন ঢাকা মেট্রোর হয়ে।
রংপুরে প্রথম স্তরের ম্যাচে লড়ছে রংপুর ও রাজশাহী বিভাগ। দ্বিতীয় দিন শেষে রংপুরের ৩৩৬ রানের জবাবে ২ উইকেটে ৬৪ রান করেছ রাজশাহী বিভাগ। জুনায়েদ সিদ্দিক ৩৫ ও ফরহাদ হোসেন ১৯ রানে আজ তৃতীয় দিনে ব্যাট করতে নেমেছেন।
বগুড়ায় দ্বিতীয় স্তরের ম্যাচে ঢাকা বিভাগের ৩৮৬ রানের বড় সংগ্রহের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ঢাকা মেট্রো। ৫৯ রানে ২ উইকেট হারিয়ে গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ঢাকা মেট্রো। আজ তৃতীয় দিনে সাদমান ইসলাম ২৬ ও মোহাম্মদ আশরাফুল ২৩ রানে অপরাজিত।
অন্য দুই ম্যাচে বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে প্রথম দুই দিনে একটি বলও খেলা হয়নি। তৃতীয় দিনেও নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় এই দুই ম্যাচের খেলা শুরু করা যায়নি। বরিশালে প্রথম স্তরের ম্যাচে খুলনার প্রতিপক্ষ বরিশাল, আর কক্সবাজারে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি সিলেট বিভাগ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন