শিরোনাম

প্রচ্ছদ /   আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ যে পাঁচ টাইগার

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ যে পাঁচ টাইগার

Avatar

বুধবার, অক্টোবর ৩১, ২০১৮

প্রিন্ট করুন

এশিয়া কাপ শেষে ওয়ানডে র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের রশিদ খানের কাছে সাকিব আল হাসান শীর্ষস্থান হারালেও র‍্যাঙ্কিংয়ে উন্নতির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, লিটন দাসরা।

কঠিন”-ছিল-প্রথম-দশ-ওভারওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশিরান, শতক ও অর্ধশতকের মালিক তামিম ইকবাল।
এশিয়া কাপ থেকে ছিটকে গেলেও বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে অবস্থান তামিম ইকবালের।

তার ৭১৮ রেটিংয়ের বিপরীতে ৭০২ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছেন মুশফিকুর রহিম। ৬০৩ রেটিং নিয়ে তাইকার তিনে সাকিব, ৫৭১ রেটিংয়ে চতুর্থ অবস্থানে মাহমুদউল্লাহ রিয়াদ ও ৫০১ রেটিং নিয়ে তালিকার পপঞ্চমস্থানে রয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ‘পাঁচ’ বাংলাদেশি ব্যাটসম্যান-,১. তামিম ইকবাল- ৭১৮ রেটিং পয়েন্ট, (১৪তম অবস্থান)।,২. মুশফিকুর রহিম- ৭০২ রেটিং পয়েন্ট, (১৬তম অবস্থান)।,৩. সাকিব আল হাসান- ৬০৩ রেটিং পয়েন্ট, (২৯তম অবস্থান)।,৪. মাহমুদউল্লাহ রিয়াদ- ৫৭১ রেটিং পয়েন্ট, (৪০তম অবস্থান)।,৫. সৌম্য সরকার- ৫০১ রেটিং পয়েন্ট, (৬১তম অবস্থান)।

অন্যদিকে বোলারদের মধ্যে সবার ওপরে রয়েছেন পুরনো ছন্দে ফেরা পেসার মুস্তাফিজুর রহমান। তার ৬৫১ রেটিংয়ের বিপরীতে ৫৭৬ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে অবস্থান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজার।

৫৬৭ রেটিং নিয়ে এরপরেই রয়েছেন সাকিব। তালিকার চার ও পাঁচ নম্বর অবস্থানে থাকা রুবেল হোসেন ও মেহেদী হাসান মিরাজের রেটিং যথাক্রমে ৫০৪ ও ৪৬০।শীর্ষ অলরাউন্ডার রশিদ, র‍্যাঙ্কিংয়ে উন্নতি মুশফিক-মুস্তাফিজ-লিটনেরউইকেট শিকারের পর মুস্তাফিজের উদযাপন।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ‘পাঁচ’ বাংলাদেশি বোলার-

১. মুস্তাফিজুর রহমান- ৬৫১ রেটিং পয়েন্ট, (১২তম অবস্থান)।,২. মাশরাফি মুর্তজা- ৫৭৬ রেটিং পয়েন্ট, (২৭তম অবস্থান)।,৩. সাকিব আল হাসান-,৫৬৭ রেটিং পয়েন্ট, (২৯তম অবস্থান)।,৪. রুবেল হোসেন- ৫০৪ রেটিং পয়েন্ট, (৪২তম অবস্থান)।,৫. মেহেদী হাসান মিরাজ- ৪৬০ রেটিং পয়েন্ট, (৬৮তম অবস্থান)।

ওয়ানডেতে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান রশিদের কাছে হারালেও বাংলাদেশিদের মধ্যে শীর্ষ অলরাউন্ডার সাকিবই। তার সংগ্রহ ৩৪১ রেটিং। ১৮৫ রেটিং নিয়ে এরপরে রয়েছেন মাহমুদউল্লাহ। কিছুটা চমকে যাওয়ার মতো ঘটনা হলেও এ তালিকায় এর পরের অবস্থানটি নাসির হোসেনের দখলে। দীর্ঘদিন যাবত জাতীয় দলের বাইরে থাকলেও ১৭৮ রেটিং নিয়ে তিনে রয়েছেন তিনি।

সাকিবের বিকল্প নিয়ে এখনই ভাবছেন না নান্নু

চমক রয়েছে চতুর্থ অবস্থান নিয়েও। বাংলাদেশিদের মধ্যে ওয়ানডেতে শীর্ষ পাঁচ অলরাউন্ডারের চতুর্থ স্থানটি মূলত পেসার মুস্তাফিজুর রহমানের। তার ১৭২ রেটিংয়ের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থেকে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছেন টাইগার দলনেতা মাশরাফি।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ‘পাঁচ’ বাংলাদেশি অলরাউন্ডার-

১. সাকিব আল হাসান- ৩৪১ রেটিং পয়েন্ট, (দ্বিতীয় অবস্থান)।,২. মাহমুদউল্লাহ রিয়াদ- ১৮৫ রেটিং পয়েন্ট, (৩৪তম অবস্থান)।,৩. নাসির হোসেন- ১৭৮ রেটিং পয়েন্ট, (৩৭তম অবস্থান)।,৪. মুস্তাফিজুর রহমান- ১৭২ রেটিং পয়েন্ট, (৪১তম অবস্থান)।,৫. মাশরাফি মুর্তজা- ১৬১ রেটিং পয়েন্ট, (৪৯তম অবস্থান)।

[বি.দ্র. ০৬ অক্টোবর প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী এ অবস্থান। ব্র্যাকেটের ভিতরে দেওয়া অবস্থান আইসিসির সার্বিক র‍্যাঙ্কিংয়ের]

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন