শিরোনাম

প্রচ্ছদ /   মুশফিক আশরাফুলকে দলে নিয়ে যে শক্তিশালী একাদশ প্রকাশ করল চিটাগাং ভাইকিংস

মুশফিক আশরাফুলকে দলে নিয়ে যে শক্তিশালী একাদশ প্রকাশ করল চিটাগাং ভাইকিংস

Avatar

মঙ্গলবার, অক্টোবর ৩০, ২০১৮

প্রিন্ট করুন

বিপিএলে ঘর গুছিয়েছে সাত ফ্রাঞ্চাইজি। পছন্দমত দেশী এবং বিদেশী ক্রিকেটার নিয়ে তৈরি করেছে নিজেদের দল। ব্যাতিক্রম নয় চিটাগাং ভাইকিংসও। গতবার সবার তলানীতে থাকা এই দলটি এবার চেষ্টা করেছে ভালো কিছু তারকা ক্রিকেটার নিয়ে দল তৈরি করার।

এবারে চিটাগাং ভাইকিংসে আছে মুশফিকুর রহীম, মোসাদ্দেক হোসেন, আবু জায়েদ রাহী, মোহাম্মদ আশরাফুলদের মত দেশীয় তারকারা। আছে লুক রনকি, সিকান্দার রাজার মত বিদেশী ক্রিকেটার।

সব মিলিয়ে কেমন হতে পারে চিটাগাং ভাইকিংসের সেরা একাদশ?

১. মোহাম্মদ শেহজাদ,২. ক্যামেরুন ডেলপোর্ট,৩. লুক লকি,৪. মুশফিকুর রহীম,৫. আশরাফুল,৬. সিকান্দার রাজা,৭. মোসাদ্দেক হোসেন,৮. সানজামুল ইসলাম,৯. খালেদ আহমেদ,১০. আবু জায়েদ রাহী,১১. ইয়াসির আলী

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন