নিষেধাজ্ঞা কাটিয়ে আবারো ক্রিকেটে ফিরেছেন তিনি। এবারের প্লেয়ার ড্রাফটে সবচেয়ে বেশি আলোচিত নামও ছিলেন তিনি। তিনি আর কেউই নন, মোহাম্মদ আশরাফুল। তাকে কেনার প্রতি আগ্রহও দেখিয়েছিলো সিলেট সিক্সার্স।
এমনটা জানিয়েছিলেন তিনি নিজেও। এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘যেহেতু প্লেয়ার ড্রাফটে ইচ্ছে করলেই কাউকে নেয়া যায় না, লটারিতে কার সিরিয়াল বা কার কল করার সুযোগ আগে আসে তার ওপর নির্ভর করে অনেক কিছু। তারপরও সিলেটের সঙ্গে কথা হচ্ছিল। তারা আমার ব্যাপারে উৎসাহ দেখিয়েছিল। কিন্তু তাদের ভাগ্য খারাপ।’
তিনি আরো বলেন ,’ খুব খুশি একটা বিশেষ কারণে। এমন দলে খেলতে চেয়েছি, যে দলে বিদেশি ও স্থানীয় তারকা তুলনামূলক কম। রংপুর ঢাকা কুমিল্লা ও খুলনার চেয়ে চট্টগ্রামে নামি তারকার সংখ্যা কম। কাজেই আমার বিশ্বাস, আমি খেলার সুযোগ পাবো এবং নিজেকে মেলে ধরার জায়গাও বেশি থাকবে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন