টি-টুয়েন্টি ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যানদের নিয়ে দল সাজিয়েছে বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। তবে বোলিং লাইন আপও কম শক্তিশালী নয় তাঁদের। মোট কথা, ভারসাম্যপূর্ণ একটি শক্ত দল গঠন করেছে তাঁরা।
ধুমধাড়াক্কা ক্রিকেটের দানবীয় ব্যাটসম্যান ক্রিস গেইলকে ড্রাফটের আগেই রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এরপর ড্রাফটের বাইরে থেকে দুইজন বিদেশি ক্রিকেটার নেয়ার সুযোগ পেয়ে দক্ষিণ আফিকান সাবেক অধিনায়ক এবং বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে দলে ভিড়িয়েছে রংপুর।
সাথে ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকেও দলে রেখেছে তাঁরা। দলের ব্যাটিং লাইন আপকে শক্তিশালী করতে জাতীয় দলের মিডেল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনকে রিটেইন করেছে রাইডার্সরা। উইকেটরক্ষকের দায়িত্বও পালন করতে হবে মিথুনকে।
এছাড়া রবি বোপারা, রাইলি রুশদের মতো ব্যাটসম্যানও রয়েছে এই দলে। সাথে আছেন অলরাউন্ডার ফরহাদ রেজা এবং তরুণ অলরাউন্ডার নাদিফ চৌধুরী। বলা যায়, শক্তিশালী ব্যাটিং লাইন আপ রয়েছে রাইডার্সদের।
বোলিং বিভাগে রয়েছেন দেশের সবচেয়ে অভিজ্ঞ পেসার মাশরাফি বিন মর্তুজা। তাঁর সাথে রংপুরে রয়েছেন পেসার শফিউল ইসলাম। স্পিন বিভাগ সামাল দিতে রয়েছেন স্পিনার নাজমুল হোসেন অপু এবং অভিজ্ঞ স্পিনার সোহাগ গাজি।
রংপুর রাইডার্সঃ
ক্রিস গেইল, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, শফিউল ইসলাম, সোহাগ গাজি, ফরহাদ রেজা, মেহেদি মারুফ, রবি বোপারা , রাইলি রুশ , নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, ফারদিন হোসেন অনিক, বেনি হাওয়েল, ওশানে থমাস।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন