প্রথম ওয়ানডে বাংলাদেশ-জিম্বাবুয়ে সরাসরি, দুপুর ২টা ৩০ মিনিট শুরু হওয়া খেলাটি লাইভ দেখা যাবে বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান চ্যানেলে । এছাড়া আমাদের পেইজ সর্বশেষ ডট কমে প্রতিনিয়ত বল টূ বল লাইভ আপডেট দেওয়া হবে সাথেই থাকুন ।
আজকের ম্যাচটি দুর্বল দল র্যাংকিংয়ে ৭ এ থাকা জিম্বাবুয়ের বিপক্ষে হলেও বাংলাদেশের জন্য খুবই চ্যালেঞ্জিং । কেননা আইসিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশ বড় দল হওয়ায় যদি কোন ম্যাচ হারে দল ব্যাপক পয়েন্ট অদল বদল হবে ।
প্রথম ম্যাচটি শুরু হতে যাচ্ছে শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর এ । আজকে যে দল টসে জিতবে সেই দলই আগে ব্যাটিং নিতে চাইবে। কেননা, শুরুর দিকে পীচে বল টার্ন কম করবে । তাছাড়া দিবা-রাত্রির ম্যাচ এটি । আর রাতে শিশির পরবে তাই আগে ব্যাটিং নেয়াই ভাল হবে । মিরপুরের পীচ ব্যাটিং পীচ হিসেবেই বহুল পরিচিত। মোটামুটি ২৫০-২৭০ রানের টার্গেট দিতে পারলে এটা যেকোন দলের জন্যই চ্যালেঞ্জেং । আর টাইগার দলের এই মাঠের নারী-নক্ষত্র চেনা আছে । কাজেই টসে জিতলে মাশরাফি ব্যাটিং ই নিতে চাইবেন ।
টসের ফলাফলঃ বাংলাদেশ ব্যাটিং
শেষ পর্যন্ত রুবেলকে ছাড়াই মাঠে নামতে হলে বাংলাদেশের জন্য হিসাবটা কঠিনই হয়ে যাবে। তার অনুপস্থিতিতে পেস আক্রমণ কিছুটা ধারহীন হয়ে পড়বে, সেটা বলার অপেক্ষা রাখে না। কারণ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও পুরোপুরি ফিট নন। ডান হাতের কনিষ্ঠ আঙুল ও ঊরুর ইনজুরিতে ভুগছেন তিনি।
সাকিব আল হাসান-তামিম ইকবাল ইনজুরির কারণে দলে নেই। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের একাদশে দেখা যেতে পারে বেশ কয়েকটি পরিবর্তন।এশিয়া কাপের স্কোয়ডে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারের জায়গা হয়নি জিম্বাবুয়ে সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে। অনেকে জায়গা হারালেও স্কোয়াডে প্রথম বারের মতো জায়গা পেয়েছেন ফজলে রাব্বির মতো ক্রিকেটার।
তাই সব মিলিয়ে একাদশে যে পরিবর্তন আসছে সেটা অনেকখানিই নিশ্চিত। এশিয়া কাপের ফাইনালে মেহেদি হাসান মিরাজ এবং লিটন দাস ওপেন করলেও প্রথম ওয়ানডেতে পরিবর্তন আসতে পারে এই পজিশনে।
লিটন দাসের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে এশিয়া কাপে লোয়ার মিডেল অর্ডারে ব্যাট করা ব্যাটসম্যান ইমরুল কায়েসকে। আর ইমরুলকে যদি আগের পজিশনেই রেখে দেয় টিম ম্যানেজম্যান্ট তাহলে একাদশে ফিরতে পারেন নাজমুল হোসেন শান্ত।
তিন নম্বরে যেহেতু সাকিব আল হাসান নেই, সেক্ষেত্রে মোহাম্মাদ মিথুনের উপরেই আস্থা রাখবে টিম ম্যানেজম্যান্ট। নিজের প্রিয় পজিশন চার নম্বরেই থাকবেন মুশফিকুর রহিম।অভিষেকের অপেক্ষায় থাকা ফজলে রাব্বি হতে পারেন টিম ম্যানেজম্যান্টের পাঁচ নম্বর পজিশনের জন্য পছন্দ। ছয়ে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাতে একজন লোয়ার মিডেল অর্ডার ব্যাটসম্যান হিসেবে কাওকে একাদশে রাখলে জায়গা হতে পারে সাইফউদ্দিনের।
সাইফউদ্দিন খেললে মেহেদি হাসান মিরাজ খেলবেন আট নম্বরে। আর সাইফউদ্দিনকে না খেলালে মিরাজ থাকবেন সাথে আর বাড়তি স্পিনার হিসেবে জায়গা পেতে পারেন নাজমুল ইসলাম অপু।
নয় নম্বরে থাকবেন অধিনায়ক মাশরাফি আর বোলিংয়ে সঙ্গী হিসেবে পাবেন মুস্তাফিজুর রহমান এবং রুবেল হোসেনকে। সব মিলিয়ে একাদশে একের অধিক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ লিটন দাস, ইমরুল কায়েস, মোহাম্মাদ মিথুন, মুশফিকুর রহিম, ফজলে রাব্বি, মাহমুদুল্লাহ রিয়াদ, সাইফউদ্দিন,নাজমুল ইসলাম অপু, মাশরাফি বিন মর্তুজা, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন