শিরোনাম

প্রচ্ছদ /   ৭ বছর পর আশরাফুলকে যে পুরস্কার দিল বেঙ্গল টাইগার্স

৭ বছর পর আশরাফুলকে যে পুরস্কার দিল বেঙ্গল টাইগার্স

Avatar

রবিবার, অক্টোবর ২১, ২০১৮

প্রিন্ট করুন

ইংল্যান্ডের ‘বার্মি আর্মি’ দেখে উৎসাহ, এরপর ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ক্রিকেটপ্রেমীর মিলিত হওয়া। ফলাফল, ২০০৪ সালের ২০ অক্টোবর আত্মপ্রকাশ করল ‘বেঙ্গল টাইগার্স’। টাইগারদের দেশে-বিদেশে সমর্থন দেওয়ার উদ্দেশ্যে তৈরি হওয়া সংগঠনটি দেখতে দেখতে ১৪ বছর পূর্ণ করে পা দিয়েছে ১৫ তে।

বেঙ্গল টাইগার্সের সদস্যরা শনিবার (২০ অক্টোবর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের দ্বিতীয় তলায় কেক কেটে পালন করেন তাঁদের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এসময় বেঙ্গল টাইগার্সের সদস্যদের আনন্দের সময়ের সঙ্গী হতে উপস্থিত ছিলেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল।

আমন্ত্রিত হয়ে বেঙ্গল টাইগার্সকে দীর্ঘ পথচলার জন্য অভিনন্দন জানাতে ছিলেন বিসিএসএ’র (বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার্স অ্যাসোসিয়েশন) সভাপতি ও সহ সভাপতি। এসময় বিসিএসএ’র পক্ষ থেকে কেক ও স্মারক দেন তাঁরা।

ছবিঃ ঘরোয়া লীগে আশরাফুল

২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়া বাংলাদেশ দলের এক সমর্থক গোষ্ঠীর বয়স ১৪, বলা চলে গোষ্ঠী হয়ে যে সমর্থন দেওয়া যায় সেই ধারণা এসেছে ‘এনজয় ক্রিকেট’ ট্যাগ লাইন নিয়ে চলা বেঙ্গল টাইগার্স থেকেই। ১৫০ জন নিবন্ধিত সদস্য সম্বলিত বেঙ্গল টাইগার্সের নীতি নির্ধারকরা এই লিগ্যাসি টা ধরে রাখতে চান আরো অনেকদিন ধরে।

বেঙ্গল টাইগার্সের আহমেদ রুবেল বলেন, ‘আমরা ২০০৪ এ শুরু করেছিলাম বার্মি আর্মিকে দেখে অনুপ্রাণিত হয়ে। তবে ২০০৮ সালের পরে আমাদের কর্মকান্ডে একটু ধীর গতি আসে। তবে আমরা এখন আবার উদ্যোগী হচ্ছি। আমাদের শুরুর পর এখন অনেক সমর্থক গোষ্ঠী উঠে এসেছে। এটা ইতিবাচক দিক, এবং আমাদের জন্য গর্বেরও। আমরা আমাদের কাজটা করে যেতে চাই আমৃত্যু।’

গোলাম ফারুক ফটিক বলেন, ‘আমাদের পথচলার সময়টা দেখতে দেখতে ১৪ বছর পার হলো। মূলত ক্রিকেট, দেশের ক্রিকেটকে সমর্থন দেওয়াটাই আমাদের উদ্দেশ্য। আর এই উদ্দেশ্যেই আমরা আরো অনেক বছর কাজ চালিয়ে যাবো।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন