শিরোনাম

প্রচ্ছদ /   সাকিব তামিম না থাকায় বাংলাদেশকে নিয়ে যা বললেন মাসাকাদজা

সাকিব তামিম না থাকায় বাংলাদেশকে নিয়ে যা বললেন মাসাকাদজা

Avatar

বৃহস্পতিবার, অক্টোবর ১৮, ২০১৮

প্রিন্ট করুন

ইনজুরি আক্রান্ত সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়াই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলতে হবে বাংলাদেশকে। প্রধান দুই তারকার না থাকাটা যে কোনো প্রতিপক্ষের জন্য সুখের খবরই। জিম্বাবুয়েও তাই একটু নির্ভার থাকতেই পারে।কিন্তু জিম্বাবুয়ে দলের দীর্ঘ দিনের সারথি হ্যামিল্টন মাসাকাদজা মনে করেন, সাকিব-তামিম ছাড়াও খুব বেশি শক্তি হারাবে না বাংলাদেশ। তাদের অনেক ক্রিকেটারের রয়েছে বাংলাদেশে খেলার অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ

লড়াই উপহার দিতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার।
তিনটি ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মঙ্গলবার বাংলাদেশে পা রেখেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করে জিম্বাবুয়ে। ২১ অক্টোবর মিরপুরে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। তার আগে বিসিবি একাদশের বিপক্ষে শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

বুধবার জিম্বাবুয়ে ক্রিকেট দলের আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন না থাকলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাসাকাদজা। এসময় সাকিব-তামিমের না থাকা প্রসঙ্গে বলেন, ‘দুই জনই বাংলাদেশের জন্য বড় খেলোয়াড়। তারা বাংলাদেশের জন্য অনেক দিন ধরেই পারফর্ম করছে। বাংলাদেশের আরও অনেক খেলোয়াড় রয়েছে। আর কিছু বদলি খেলোয়াড়ও অপেক্ষায় আছে। আমার মনে হয় না সাকিব-তামিম না থাকায় তারা খুব একটা শক্তি হারাবে।’
জিম্বাবুয়ের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না।

২০১৯ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি তারা। দক্ষিণ আফ্রিকায় সব ম্যাচ হেরে বাংলাদেশে এসেছে। তারপরও বাংলাদেশের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে বলে বিশ্বাস মাসাকাদজার, ‘হ্যাঁ অবশ্যই। সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের ভাল করার মতো খেলোয়াড় আছে। কয়েকজন তরুন ক্রিকেটার উঠে এসেছে। একই সাথে অভিজ্ঞ ক্রিকেটাররাও আছে। আমি মনে করি এখানে ম্যাচ জেতার মতো দল আমাদের আছে।’

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে জিম্বাবুয়ের অনেক খেলোয়াড়রা খেলে থাকেন। সেই সুবিধাটাও কাজে লাগাতে চান মাসাকাদজা, ‘বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভাল দল। তারা গত কয়েক বছরে সেটার প্রমাণ রেখে আসছে। এখানে এসে খেলা সবসময়ই কঠিন। বাকি দেশ গুলোর তুলনায় আমরা বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি ক্রিকেট খেলেছি । সেই দিক থেকে আমরা মানসিকভাবে ভাল অবস্থানে আছি। এই জন্যই আমি বিশ্বাস করি, এই সিরিজটি খুবই প্রতিযোগিতাপূর্ণ হবে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন