শিরোনাম

প্রচ্ছদ /   আর কতগুলো সেঞ্চুরি করলে আমি জাতীয় দলে সুযোগ পাবো

আর কতগুলো সেঞ্চুরি করলে আমি জাতীয় দলে সুযোগ পাবো

Avatar

বৃহস্পতিবার, অক্টোবর ১৮, ২০১৮

প্রিন্ট করুন

খুলনা ডিভিশনঃপ্রথম ইনিংসঃ ৩০৪ অল আউট (সৌম্য সরকার ৭৬), সাজেদুল হক (৮১/৬),দ্বিতীয় ইনিংসঃ ২৫০/৫ (তুষার ইমরান ১০১*), মাহমুদুল হাসান (২০/২),রংপুর ডিভিশন,প্রথম ইনিংসঃ ৩১৫ আল আউট (তানবির হায়দার ৬৭*), সৌম্য সরকার (৬১/৫),বর্তমান অবস্থাঃ ২৩৯ রানের লিড নিয়েছে খুলনা

জাতীয় ক্রিকেট লীগের তৃতীয় রাউন্ডের শেষ দিন ঘরোয়া ক্রিকেটে আরও একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান তুষার ইমরান। তাঁর সেঞ্চুরির উপর ভর করে দলীয় আড়াইশ পার করেছে সৌম্যরা। বর্তমানে তাঁদের লিড ২৩৯ রান।

আগের দিনের ৫ উইকেটে ১৮১ রান নিয়ে দিন শেষ করা খুলনা শেষ দিন ব্যাট করতে নেমে শুরু থেকেই স্কোরবোর্ডে রান যোগ করতে থাকে। ৬৩ রান দিয়ে দিন শুরু করা তুষার ইমরান দেখে শুনে খেলে ৮ বাউন্ডারির সাহায্যে তুলে নেন সেঞ্চুরি। তুষার ইমরান তার ক্যারিয়ারে একের পর এক সেঞ্চুরি মেরেই যাচ্ছেন কিন্তু সদয় হচ্ছে না বিসিবি ।অপরপ্রান্তে থাকা আরেক ব্যাটসম্যান জিয়ায়ুর রহমানও দেখে শুনে খেলছেন। দুজনের জুটিতে লিড বাড়িয়ে চলেছে খুলনা ডিভিশন।

খুলনা

,মাশরাফি বিন মুর্তজা, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ মিঠুন, তুষার ইমরান, জিয়াউর রহমান, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সৌম্য সরকার, নাহিদুল ইসলাম, মেহেদি হাসান, আফিফ হোসেন, আল-আমিন হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল ইসলাম সোহেল, মোঃ রায়হান, রবিউল ইসলাম রবি, মাহমুদুল হাসান সেতু

রংপুর

সোহরাওয়ার্দি শুভ, সাজিদুল ইসলাম, নাঈম ইসলাম, আরিফুল হক, লিটন দাস, তানভীর হায়দার, নুর আলম সাদ্দাম, মাহমুদুল হাসান লিমন, মিম মোসাদ্দেক, জাহিদ জাভেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, সায়মন আহমেদ, শুভাশীষ রায়, নজরুল ইসলাম মুন্না, শাহরিয়ার কবির শুভ, রবিউল হক, রিশাদ হোসেন, সনজিত সাহা, আরিফ রেজা, নিহাদুজ্জামান

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন