শিরোনাম

প্রচ্ছদ /   বোলিং তান্ডবের পর ব্যাট হাতেও বিশাল ঝড় তুলে যে রেকর্ড করলেন সৌম্য

বোলিং তান্ডবের পর ব্যাট হাতেও বিশাল ঝড় তুলে যে রেকর্ড করলেন সৌম্য

Avatar

বৃহস্পতিবার, অক্টোবর ১৮, ২০১৮

প্রিন্ট করুন

টসঃ- রংপুর বিভাগ,খুলনা বিভাগ প্রথম ইনিংসঃ- ৩০৪ ,রংপুর বিভাগ প্রথম ইনিংসঃ- ৩১৫ ,খুলনা বিভাগ দ্বিতীয় ইনিংসঃ- ৮৬/২খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে খুলনা বিভাগ।

মাত্র সাত রানে সাজেদুল ইসলামের বলে বোল্ড হয়ে ফিরেছেন এনামুল হক বিজয়। রবিউল ইসলাম রবি ফিরেছেন ২০ রান করে।এই মুহূর্তে খুলনার রান দুই উইকেটে ৮৬; খুলনার লিড ৭৫ রানের। উইকেটে আছেন সৌম্য সরকার (৩৪*) এবং তুষার ইমরান (১৯*)।

আগের দিনে চার উইকেটে ২০০ রানের সঙ্গে তৃতীয় দিনে আরও ১১৫ রান যোগ করেছে রংপুর। এদিনে ৬১ রান খরচায় পাঁচ উইকেট নিয়েছেন সৌম্য সরকার।রংপুরের ব্যাটসম্যানদের মধ্যে ৬৭ রানে নট আউট থাকেন তানবির হায়দার। মাঝে তানবিরের সঙ্গে ৭১ রানের দারুণ একটি জুটি গড়েছিলেন অধিনায়ক সাজেদুল। ২৯ রানে সাজেদুলকেও ফিরিয়েছেন সৌম্য।

তাঁদের এই জুটিতে ১৪ রানের লিড নিয়েই ইনিংস শেষ করেছিল রংপুর। এদিকে সৌম্যের পাঁচ উইকেটের চারটির ক্যাচই লুফে নিয়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।খুলনার হয়ে চারটি উইকেট নিয়েছেন আল আমিন। এর আগে দিনের শুরুতে সাত উইকেটে ২৭২ রান দিয়ে খেলতে নেমে ৩০৪ রানে অল আউট হয় খুলনা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন সৌম্য সরকার। সঙ্গে এনামুল হক বিজয়ের ব্যাট থেকে আসে ৫৬ রান। রংপুরের হয়ে প্রথম ইনিংসে বল হাতে তান্ডব চালিয়েছেন সাজেদুল, তাঁর একার শিকার ছয় উইকেট।রংপুর একাদশঃ- জাহিদ জাভেদ, মেহেদী মারুফ, মাহমুদুল হাসান লিমন, সোহরাওয়ার্দি শুভ, নাঈম ইসলাম, তানবীর হায়দার, ধীমান ঘোষ (উইকেটরক্ষক), রবিউল হক, সাজেদুল ইসলাম (অধিনায়ক), মোহাম্মদ সাদ্দাম, সঞ্জিত সাহা।

খুলনা একাদশঃ- রবিউল ইসলাম রবি, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তুষার ইমরান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, মেহেদি হাসান, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক (অধিনায়ক), বিশ্বনাথ হালদার, আল-আমিন হোসেন।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন