এশিয়া কাপের ফাইনালের পর ব্যাটিংয়ে আত্মবিশ্বাস বেড়েছে মেহেদি হাসান মিরাজের। কিভাবে নিজেকে আরও বেশি পরিপক্ব ব্যাটসম্যান হিসেবে গড়ে তুলতে পারেন সেটা নিয়ে প্রতিনিয়ত কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
দলের বাকি ক্রিকেটাররাও তাঁকে একজন ব্যাটসম্যান হিসেবে গড়ে উঠতে সাহায্য করছে বলেও জানিয়েছেন মিরাজ। ডানহাতি এই অলরাউন্ডার আশাবাদী ভবিষ্যতেও ব্যাটিং দিয়ে অবদান রাখতে পারবেন তিনি।
‘সবাই কিন্তু আমাকে ব্যাটিং নিয়ে অনেক সাপোর্ট করে। সবাই বলে, আমি অনেক ভাল ব্যাট করতে পারি। মাঝখানে একটু এলোমেলো হয়ে গিয়েছিল। এখন আবার আত্মবিশ্বাস ফিরে আসছে। ব্যাটিং নিয়ে এখন কাজ করছি। আশা করি সামনে হয়তো অবদান রাখতে পারব।’
এদিকে তরুন এই ক্রিকেটার সাফ জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে দলের প্রয়োজনে যেকোন স্থানে ব্যাট করতে প্রস্তুত আছেন তিনি। সিনিয়র ক্রিকেটাররা তাঁকে আত্মবিশ্বাস দিয়েছেন, নিজের ব্যাটিং মানসিকতায়ও পরিবর্তন আনার চেষ্টায় আছেন ২০ বছর বয়সী এই ক্রিকেটার।
‘(হাসি) ফাইনাল ম্যাচ ওপেন করেছি, আমিও ভাবি নি আমি ফাইনালে ওপেন করব। মাশরাফি ভাই ম্যাচের আগের দিন রাতে বলেছেন, সবাই যারা সিনিয়র আছে সবাই অনেক সাপোর্ট দিয়েছেন।
এই জন্য অনেক আত্মবিশ্বাস পেয়েছি। এটা থেকে আমি শিক্ষা নিয়েছি, যে কোন মুহূর্তে আমাকে দলের প্রয়োজনে যে কোন জায়গায় নামতে হতে পারে। আমার মানসিকতা থাকবে, যে কোন সময় এমন কিছু হতে পারে।’
এছাড়াও এশিয়া কাপের ফাইনালে বাড়তি চাপের চাপের মধ্যে মিরাজ যেভাবে ব্যাট করছেন, তাঁর বিশ্বাস ভবিষ্যতের বড় বড় ইভেন্টে এই অভিজ্ঞতা কাজে আসবে তাঁর। মিরাজ জানান,
‘চাপ কিন্তু সবসময় থাকে। এশিয়া কাপের ফাইনাল ম্যাচটায় অনেক চাপ ছিল। এটা আমাকে ভবিষ্যতে অনেক কাজে দিবে। বড় বড় ইভেন্টে যখন ফাইনাল ম্যাচ হবে, ডু অর ডাই ম্যাচ হবে, তখন এই ম্যাচ গুলো অনেক কাজে দিবে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন