শিরোনাম

প্রচ্ছদ /   তিনশ পার করে যে রেকর্ড করলেন আশরাফুলদের লিড

তিনশ পার করে যে রেকর্ড করলেন আশরাফুলদের লিড

Avatar

বৃহস্পতিবার, অক্টোবর ১৮, ২০১৮

প্রিন্ট করুন

ঢাকা মেট্রোঃ,প্রথম ইনিংসঃ ২৮৭ আল আউট (জাবিদ হাসান ৯০), নায়েম হাসান (৭৪/৩),দ্বিতীয় ইনিংসঃ ২৫১/৭ (সাদমান ইসলাম ৬২)।, নায়েম হাসান (১১৪/৬),চট্টগ্রাম ডিভিশনঃ,প্রথম ইনিংসঃ ২৩৬ অল আউট (তাসামুল হক ১১৬), তাসকিন (৬৭/৫),বর্তমান অবস্থাঃ ঢাকার লিড ৩০২ রান।

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টায়ার-২ এর ম্যাচের শেষ দিনের খেলা শুরু হয়েছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে শেষ দিন প্রথম সেশনে ব্যাট করতে নামা ঢাকার সংগ্রহ বর্তমানে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান।

আগের দিন ৬ উইকেটে ১৯১ রান নিয়ে দিন শেষ করা ঢাকা শেষ দিন ব্যাট করতে নেমেই স্পিনার নায়েমকে উইকেট ছুঁড়ে দেয়। তৃতীয় দিন পাঁচ উইকেট শিকার করা এই স্পিনার ষষ্ট উইকেট হিসেবে তুলে নেন শামসুর রহমানকে।এরপর তাসকিন আহমেদ এবং শরিফুল্লাহ মিলে দলের হাল ধরেন। ইতিমধ্যে তিনশোর উপর লিড পেয়েছে আশরাফুলরা।

চট্টগ্রাম

মুমিনুল হক, মাহিদুল ইসলাম অংকন, সাজ্জাদুল হক রিপন, ইয়াসির আলি রাব্বি, সাঈদ সরকার, মাহমুদুল হাসান জয়, ইরফান শুক্কুর, সাদিকুর রহমান, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাঈম হাসান, ইফতেখার সাজ্জাদ রনি, ওয়াহিদুল আলম, শাখাওয়াত হোসেন, ইয়াসির আরাফাত মিশু, ইরফান হোসেন, হাসান মাহমুদ, ইমরুল করিম, তাসামুল হক, জুবায়ের হোসেন লিখন।

ঢাকা মেট্রো

মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, মেহরাব হোসেন, শামসুর রহমান, আরাফাত সানি, মোহাম্মদ ইলিয়াস, মেহেদি মারুফ, সৈকত আলি, মোহাম্মদ শরিফউল্লাহ, আসিফ আহমেদ রাতুল, শাদমান ইসলাম, আসিফ হাসান, আবু হায়দার রনি, আজমির আহমেদ, মোঃ শহিদুল, কাজি অনিক, নাইম শেখ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন