শিরোনাম

প্রচ্ছদ /   সিরিজ শুরুর আগে আরো একটি বড় ধাক্কা খেল বাংলাদেশ দল

সিরিজ শুরুর আগে আরো একটি বড় ধাক্কা খেল বাংলাদেশ দল

Avatar

বৃহস্পতিবার, অক্টোবর ১৮, ২০১৮

প্রিন্ট করুন

আগামী কাল বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ দিয়েই শুরু হচ্ছে জিম্বাবুয়ের বাংলাদেশ সফর। প্রস্তুতি ম্যাচের পরে আগামী ২১ অক্টোবর প্রথম ওয়ানডে ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে লড়বে হ্যামিল্টন মাসাকাদজা র জিম্বাবুয়ে দল।

এদিকে ইনজুরির কারণে প্রথম ম্যাচে অনিশ্চিত জাতীয় দলের পেস বোলার রুবেল হোসেন। হাতের ইনজুরিতে ভুগছেন তিনি। আজ জাতীয় ক্রিকেট দলের সাথে অনুশীলন করার কথা রয়েছে রুবেল হোসেনের। এর পরই জানা যাবে প্রথম ম্যাচে তিনি খেলবেন কিনা।

বাংলাদেশ দল: মাশরাফি মুর্তজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী মিরাজ, মুস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, সাইফউদ্দিন ও ফজলে রাব্বি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন