বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে বাংলাদেশ এসেছে জিম্বাবুয়ে দল। বাংলাদেশের মাটিতে বিদেশি দল হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে।
আর বাংলাদেশে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতাই জিম্বাবুয়ে দলকে মানসিক ভাবে ভালো অবস্থানে রাখতে সাহায্য করবে বলেই মনে করছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। বুধবার (১৭ অক্টোবর) বিকেলে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ ঘরের মাঠে খুবই ভাল দল। তারা গত কয়েক বছরে সেটার প্রমাণ রেখে আসছে। এখানে এসে খেলা সবসময়ই কঠিন। আমরা বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি ক্রিকেট খেলেছি, বাকি দেশ গুলোর তুলনায়। সেই দিক থেকে আমরা মানসিকভাবে ভাল অবস্থানে আছি। এই জন্যই আমি বিশ্বাস করি, এই সিরিজটি খুবই প্রতিযোগিতা পূর্ণ হবে।’
তিনি আরো বলেন, ‘আমি এই সিরিজটিকে খুবই গুরুত্বপূর্ণ সিরিজ বলবো। দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ। দুই দলই একে অপরের সাথে অনেক ক্রিকেট খেলেছে। আমরা আশা করছি একটা প্রতিযোগিতাপূর্ণ সিরিজ হবে, প্রতিবার যেমন হয়ে থাকে।’
এছাড়াও দলে অনেক তরুণ ক্রিকেটারের পাশাপাশি বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার আছেন যারা কিনা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে বলেই মনে করেন মাসাকাদজা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই। সিরিজটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের প্লেয়ার আছে ভাল করার মত। আমাদের কয়েকজন তরুন ক্রিকেটার উঠে এসেছে। একই সাথে অভিজ্ঞ ক্রিকেটাররাও আছে। হ্যাঁ, আমি মনে করি এখানে ম্যাচ জেতার মত দল আমাদের আছে।’
উল্লেখ্য, আগামী ২১ শে অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন