বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরই মধ্যে বাংলাদেশ এসেছে জিম্বাবুয়ে দল। আগামী ২১শে অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।তবে এর আগে আগামী ১৯ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। আর সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। আর সেই দলকে নেতৃত্ব দিবেন সৌম্য সরকার।
প্রস্তুতি ম্যাচটির জন্য এরই মধ্যে ১২ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলটিতে সৌম্য ছাড়াও রয়েছেন ওয়ানডে দল থেকে বাদ পড়া মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়াও স্কোয়াডে রয়েছেন ফজলে রাব্বি, আরিফুল হক এবং সাইফুদ্দিন।
বিসিবি একাদশ স্কোয়াড-
১। সৌম্য সরকার (অধিনায়ক)২। মিজানুর রহমান৩। ফজলে রাব্বী মাহমুদ৪। মোসাদ্দেক হোসেন সৈকত৫। জাকির হোসেন৬। আরিফুল হক৭। আফিফ হোসেন ধ্রুব৮। মোহাম্মদ সাইফুদ্দিন৯। ইয়াসিন মিশু১০। ইবাদত হোসেন চৌধুরী১১। মোর্শেদুল আক্তার১২। নাইম হাসান
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন