জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের খেলায় ঢাকা মেট্রোর প্রথম ইনিংসের জবাবে চট্টগ্রাম বিভাগের হয়ে ছন্দের সাথে ব্যাট করতে থাকলেও মোহাম্মদ আশরাফুলের লেগ-স্পিন ভেল্কিতে আউট হয়ে সাজঘরে ফিরে গেছেন মুমিনুল হক।
অপেক্ষা মুমিনুলের সেরা ফর্মে প্রত্যাবর্তনের
ইনিংসের ২ রানে তাসকিন আহমেদের বলে সাদিকুর রহমানের বিদায়ের পর ক্রিজে আসেন চট্টগ্রাম বিভাগের অধিনায়ক মুমিনুল। শুরু থেকেই দেখেশুনে ব্যাট করতে থাকেন তিনি। তবে ইনিংসকে বেশি বড় করতে পারেননি আজও।
ছন্দের সাথে ব্যাট করতে থাকা বাঁহাতি এ ক্রিকেটারের ছন্দপতন ঘটান আশরাফুল। ইনিংসের ২৫তম ওভারে বল করতে এসে ওভারের তিন নম্বর বলে শরিফুল্লাহর হাতে ক্যাচ বানিয়ে মুমিনুলের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। এর ফলে দলীয় ৬৫ রানের মাথায় তৃতীয় উইকেটের পতন ঘটে চট্টগ্রামের।
এ ধাক্কা কাটিয়ে ওঠতে তাসামুল হককে সাথে নিয়ে চতুর্থ উইকেট জুটিতে এ মুহূর্তে লড়ছেন ইয়াসির আলি। দুজনে মিলে ইতোমধ্যে গড়েছেন ৩৩ রানের জুটিও। এ প্রতিবেদন লেখার সময় প্রথম ইনিংসে চট্টগ্রামের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ৯৮ রান। ১ চার ও ২ ছয়ের সাহায্যে ২৯ রান নিয়ে ইয়াসির ও ২ চারের মারে ১৯ রান নিয়ে ক্রিজে অপরাজিত আছেন তাসামুল।
ঢাকা মেট্রোর বোলারদের মধ্যে ৭ ওভার বল করে ২১ রান খরচ করে তাসকিন ১টি, ১০ ওভার হাত ঘুরিয়ে আশরাফুল ৩ মেডেনসহ ১৯ রানের বিনিময়ে ১টি ও আরাফাত সানি ১২ ওভার থেকে ৪ মেডেন আদায়ের বিপরীতে ২৯ রান খরচ করে শিকার করেছেন ১টি উইকেট।
এর আগে প্রথম ইনিংসে ২৮৭ রানে অল-আউট হয় ঢাকার দলটি। সর্বোচ্চ ৯০ রান আসে জাবিদের ব্যাট থেকে তাছাড়া শামসুর রহমান ৫১, শরিফুল্লাহ ৪৫ রান করেন।প্রতিপক্ষের বোলারদের মধ্যে নাঈম হাসান সর্বোচ্চ ৩টি, মেহেদি হাসান রানা, শাখাওয়াত হোসেন ও হাসান মাহমুদ ২টি করে উইকেট লাভ করেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন