আফগানিস্তান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়েও একটি ম্যাচও খেলা হয়নি তাসকিন আহমেদের। সহধর্মিনী অসুস্থ হওয়ার কারণে দ্রুতই দেশে ফিরে আসেন তাসকিন। এরপর গতকাল ঢাকা মেট্রো হয়ে জাতীয় ক্রিকেট লীগে মাঠে নেমে পড়েন তাসকিন আহমেদ। পুরনো ছন্দ ফিরে পেতে অনেক চেষ্টাই করে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের এক সময়ের এই সেরা পেস বোলার।
জাতীয় ক্রিকেট লিগে আজকের দিনটি হয়তো তাসকিন আহমেদেরই। গতকাল ৬ উইকেট হারিয়ে ২৬৬ রানে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনে ২৮৭ রানেই অলআউট হয়ে ঢাকা মেট্রো।জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২ রানের মাথায় শামছুর রহমানের উইকেট হারায় চট্টগ্রাম বিভাগ। তাসকিন আহমেদ এর শিকার হন তিনি। শুধু শামসুর রহমানকে নয় এর পর তুলে নিয়েছেন দুটি উইকেট।
এরপরেই পিনাক ঘোষ এবং অধিনায়ক মমিনুল হক কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দলীয় ৪৭ রানের মাথায় আরাফাত সানির বলে ১২ রান করে আউট হন পিনাক ঘোষ এবং ৩৪ রান করে মোহাম্মদ আশরাফুলের শিকার হন অধিনায়ক মমিনুল হক। দলীয় ১০১ রান এবং ১০২ রানের মাথায় জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। ইয়াসিন আলীকে ২৯ এবং মহিদুল ইসলাম আগুনকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান তাসকিন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেটে ১১৮ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম বিভাগগতকাল বগুড়ার শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে ন্যাশনাল ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে ঢাকা মেট্রো ও চট্টগ্রামের মধ্যকার ম্যাচের প্রথম দিন শেষে টসে হেরে আগে ব্যাট করতে নামা মেট্রোর সংগ্রহ ৬ উইকেটে ২৬৬ রান। ব্যাট হাতে ফিফটি হাঁকিয়েছেন শামসুর রহমান শুভ ও জাবিদ হোসেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন