মোহাম্মদ আশরাফুল-বাংলাদেশ তো বটেই পুরো ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, তাও আবার অভিষেক টেস্টে। বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের সাবেক কনিষ্ঠ অধিনায়কও তিনি।আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে দেশের জন্য বিভিন্ন সময়ে উপলক্ষ্য হয়েছেন গৌরবময় অর্জনের। সেই আশরাফুলই ম্যাচ পাতানোর দায়ে দোষী সাব্যস্ত হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিলেন পাঁচ বছর।
সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও দলে ফেরার চেষ্টা করছেন এই ক্রিকেটার। তৈরি করছেন নিজেকে। ঘরের মাঠের কয়েকটি ম্যাচে করেছেন নজড়কাড়া পারফরম্যান্স। ঢাকা প্রিমিয়ার লীগে কলাবাগের হয়ে হাকিয়েছেন পাঁচটি সেঞ্চুরি। জাতীয় লীগে ঢাকা মেট্রোর হয়ে সিলেটের বিপক্ষে করেছেন অর্ধশতক।
ক্যারিয়ারের নানান ছন্দ ও পতন নিয়ে একান্ত সাক্ষাতকারে কথা বলেছেন একুশে টিভি অনলাইনের সাথে। তিনি বলেছেন মাশরাফির সাপোর্টের কথা। নিষিদ্ধকালীন সময়ে নিজেকে সামলানো, খেলা চালিয়ে যাওয়া এবং ফেরার প্রস্তুতি নিয়ে আলাপ করেছেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন