শিরোনাম

প্রচ্ছদ /   বল হাতে যে রেকর্ড করে বিশ্বের বুকে নাম লেখলেন তাসকিন

বল হাতে যে রেকর্ড করে বিশ্বের বুকে নাম লেখলেন তাসকিন

Avatar

মঙ্গলবার, অক্টোবর ১৬, ২০১৮

প্রিন্ট করুন

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টায়ার-২ এর ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ২৮৭ রানে গুটিয়ে গেছে ঢাকা মেট্রো। এরপর ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে চট্টগ্রাম। দলীয় ২ রানের মাথায় ১ উইকেট হারিয়েছে তারা।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ৬ উইকেটে ২৬৬ রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনে মাত্র ২১ রান যোগ করতেই গুটিয়ে যায় ঢাকা মেট্রো। আগের দিন ৭৯ রানে অপরাজিত থাকা জাবিদ হোসেন আর ১১ রান যোগ করে ৯০ রানে সাজঘরে ফিরেছেন। মেহেদি হাসান রানার বলে লেগ বিফোর উইকেটের শিকার হোন জাবিদ।

এছাড়া ২১ রানে অপরাজিত থাকা তাসকিন আহমেদ দ্বিতীয় দিনে ৮ রান যোগ করে আউট হয়েছেন ২৯ রানে।১০৬ মিনিট ক্রিজে থেকে ৭৫ বল খেলেছেন তাসকিন। দলীয় ২৮৫ রানে তাসকিনের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ঢাকা মেট্রো। দুই রানে হারিয়েছে শেষ ৪ উইকেট।

এদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে চট্টগ্রাম বিভাগ। দলীয় ২ রানের মাথায় তাসকিন আহমেদের বলে ২ রানে আউট হয়েছেন চট্টগ্রামে ওপেনার সাদিকুর রহমান। এখন ব্যাট করছেন পিনাক ঘোষ ও অধিনায়ক মুমিনুল হক। শুরুর ধাক্কা সামাল দেবার চেষ্টা করছেন এই দুই ক্রিকেটার। তাসকিন ৪ ওভারে ২ মেডেনসহ ৫ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন