শিরোনাম

প্রচ্ছদ /   এক লাফে শীর্ষে মুস্তাফিজ রশিদকে পিছনে ফেললেন সাকিব দেখে নিন আইসিসির নতুন র‍্যাংকিং

এক লাফে শীর্ষে মুস্তাফিজ রশিদকে পিছনে ফেললেন সাকিব দেখে নিন আইসিসির নতুন র‍্যাংকিং

Avatar

মঙ্গলবার, অক্টোবর ১৬, ২০১৮

প্রিন্ট করুন

ভারত ও উইন্ডিজের মধ্যকার সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ শেষে নতুন টেস্ট র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে উন্নতির দেখা পেয়েছেন পৃথ্বী শ, রিশাভ পান্ত, উমেশ যাদব ও জেসন হোল্ডাররা।এনামুল, মিরাজদের অর্জনে নাম লেখালেন পৃথ্বী

অভিষেক টেস্টে শতক হাঁকিয়ে শুরু করা পৃথ্বী সিরিজের শেষ টেস্টেও ছিলেন ব্যাট হাতে দুর্দান্ত। প্রথম ইনিংসে ৭০ করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন অপরাজিত ৩৩ রান। দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া এ ক্রিকেটার ফলশ্রুতিতে পেয়েছেন ভালো খেলার পুরস্কার। অভিষেক টেস্টে শতক হাঁকিয়ে র‍্যাঙ্কিংয়ের ৭৩তম স্থানে ওঠে এসেছিলেন তিনি। এবার সেখান থেকে আরও ১৩ ধাপ এগিয়ে ৬০তম অবস্থানে আরোহণ করেছেন তিনি।

তার পাশাপাশি র‍্যাঙ্কিংয়ে ধারাবাহিক উন্নতি ধরে রেখেছেন আরেক প্রতিভাবান ক্রিকেটার পান্ত। হায়দরাবাদে ৯২ রানের ইনিংসের পর ২৩ ধাপ এগিয়ে ৬২ নম্বর অবস্থানে ওঠে এসেছেন তিনি। তাছাড়া ৮০ রানের ইনিংস খেলে ৪ ধাপ এগিয়ে ১৮ নম্বর অবস্থান নিজের দখলে নিয়েছেন আজিঙ্কা রাহানে।

তৃতীয় ভারতীয় পেসার হিসেবে ঘরের মাঠে এক টেস্ট ১০ উইকেট নেওয়ার কীর্তিতে চার ধাপ উন্নতিতে র‍্যাঙ্কিংয়ের ২৫তম স্থানে আরোহণ করেছেন।বাংলাদেশে ভারতের চেয়েও বেশি স্পিনের শঙ্কা হোল্ডারের,পক্ষান্তরে, উইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক জেসন হোল্ডার ইনিংসে পাঁচ উইকেট শিকারের বদৌলতে ওঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৯ম অবস্থানে। তাছাড়া রেস দশ ধাপ ও শাই হোপ ৫ ধাপ উন্নতিতে যথাক্রমে র‍্যাঙ্কিংয়ের ৩১ ও ৩৫তম স্থানে ওঠে এসেছেন।

সফরকারীদের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে নিজেদের নামের পাশে এক রেটিং পয়েন্ট যুক্ত করেছে বিরাট কোহলি ও তার সতীর্থরা। অন্যদিকে সিরিজ হারে এক পয়েন্ট হারালেও র‍্যাঙ্কিংয়ে দলগুলোর অবস্থান রয়েছে অক্ষুণ্ণ।

অলরাউন্ডার তালিকায় শীর্ষস্থান সাকিব আল হাসান ও দ্বিতীয় অবস্থান রবীন্দ্র জাদেজার দখলে থাকলেও পরিবর্তন এসেছে তিন নম্বর অবস্থানে। এক ধাপ উন্নতিতে তৃতীয় অবস্থানে ওঠে এসেছেন উইন্ডিজের হোল্ডার। তার উন্নতিতে এক ধাপ অবনমন হয়েছে ভারনন ফিল্যান্ডারের। তাছাড়া পঞ্চম অবস্থানে যথারীতি রয়েছেন ভারতের রবিচন্দন অশ্বিন।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান-
১. বিরাট কোহলি- ৯৩.৫ পয়েন্ট।২. স্টিভ স্মিথ- ৯১৯ পয়েন্ট।৩. কেন উইলিয়ামসন- ৮৪৭ পয়েন্ট।৪. জো রুট- ৮৩৫ পয়েন্ট।৫. ডেভিড ওয়ার্নার- ৮২০ পয়েন্ট।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ বোলার-১. জেমস অ্যান্ডারসন- ৮৯৯ পয়েন্ট।২. কাগিসো রাবাদা- ৮৮২ পয়েন্ট।৩. ভারনন ফিল্যান্ডার- ৮২৬ পয়েন্ট।৪. রবীন্দ্র জাদেজা- ৮১২ পয়েন্ট।৫. ট্রেন্ড বোল্ড- ৭৯৫ পয়েন্ট

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান।আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ অলরাউন্ডার-
১. সাকিব আল হাসান- ৪২০ পয়েন্ট।২. রবীন্দ্র জাদেজা- ৩৮৩ পয়েন্ট।৩.জেসন হোল্ডার- ৩৮০পয়েন্ট।৪.ভারনন ফিল্যান্ডার- ৩৭০ পয়েন্ট।৫.রবিচন্দন অশ্বিন- ৩৪১ পয়েন্ট।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ বাংলাদেশি বোলার-
১. সাকিব আল হাসান- ৬৬৫ পয়েন্ট। (১৯তম অবস্থান)।২. মেহেদী হাসান মিরাজ- ৫১০ পয়েন্ট। (৩৫তম অবস্থান)।৩. তাইজুল ইসলাম- ৫০৭ পয়েন্ট। (৩৭তম অবস্থান)।৪. মুস্তাফিজুর রহমান- ৩৪৬ পয়েন্ট। (৪৯তম অবস্থান)।৫. মাহমুদউল্লাহ রিয়াদ- ২২১ পয়েন্ট। (৬৮তম অবস্থান)।

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচ বাংলাদেশি ব্যাটসম্যান-
১. সাকিব আল হাসান- ৬৩২ পয়েন্ট। (১৯তম অবস্থান)।২. তামিম ইকবাল- ৫৯২ পয়েন্ট। (২৭তম অবস্থান)।৩. মুশফিকুর রহিম- ৫৯২ পয়েন্ট। (২৮তম অবস্থান)।৪. মুমিনুল হক- ৫৫৮ পয়েন্ট। (৩৫তম অবস্থান)।৫. মাহমুদউল্লাহ রিয়াদ- ৪৫৫ পয়েন্ট। (৬৫তম অবস্থান)।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন