আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১২টায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। আর সেই ম্যাচটিতে খেলবেন না আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি। মূলত রাশিয়া বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে অনুপস্থিত মেসি।
এই মুহূর্তে মেসির দলে না থাকায় হতাশ হয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। লিওনেল মেসি জাতীয় দলে ফিরবেন বলেই জানিয়েছেন ব্রাজিলের অধিনায়ক। সাবেক ক্লাব সতীর্থকে প্রতিপক্ষ দলে দেখবেন বলেই আশা করেছিলেন নেইমার।নেইমার বলেন, ‘এটা ফুটবলের জন্য দুঃখজনক। দীর্ঘ সময় ধরে মেসির পুরোটা আমাদের পেতে হবে। সে যত বেশি খেলে, ফুটবলপ্রেমীদের জন্য তত ভালো।’
আগামীকালের ম্যাচ নিয়ে তিনি আরো বলেন, ‘আমি আমার সতীর্থদের সঙ্গে কথা বলেছি। আমি তাদের বলেছি যে পরের ম্যাচটা গুরুত্বপূর্ণ হবে। কারণ আমাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। দারুণ সব খেলোয়াড় নিয়ে তারা অসাধারণ একটা জাতীয় দল। দারুণ সব খেলোয়াড়ের মুখোমুখি হতে পেরে আমরা খুশি। এটা ফুটবলকে আরও সুন্দর করে তোলে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন