শিরোনাম

প্রচ্ছদ /   বিপিএলে চিটাগাং ভাইকিংসের জন্য উড়ে এল বিশাল সুখবর

বিপিএলে চিটাগাং ভাইকিংসের জন্য উড়ে এল বিশাল সুখবর

Avatar

সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

প্রিন্ট করুন

বিপিএলে চাটাগাং ভাইকিংসের গত মৌসুমের সেরা তারকাদের একজন ছিলেন লুক রঞ্চি। এবারও দলটি তাকে রেখে দিয়েছে নিজেদের দলেই। আর ভাইকিংসেই থেকে যাওয়া রঞ্চি এখন খেলছেন আফগানিস্তান প্রিমিয়ার লিগে।তবে প্রথম দিকে ব্যাট হাতে কিছুটা নিষ্প্রভ ছিলেন এই হার্ড হিটার। যে কারনে হয়তো কিছুটা চিন্তাতেই পড়েছিল ভাইকিংস ভক্তরা।

প্রথম ম্যাচে পাকতিয়ার বিপক্ষে ৮ বলে ১৫ রান করেন রঞ্চি। দ্বিতীয় ম্যাচে বালাখ লিজেন্ডের বিপক্ষে ১০ বলে করেন ১১ রান। তৃতীয় ম্যাচে নাঙ্গারহারের বিপক্ষেও সফল হতে পারেননি। ২৪ বলে ২৬ রান করেছিলেন তিনি।

চতুর্থ ম্যাচে কান্দাহারের বিপক্ষেও হাসেনি তার ব্যাট। এদিন তো ২৬ বলে করেন ২৫ রান। পঞ্চম ম্যাচে অবশ্য তার হেসেছে তার ব্যাট। এদিন ৩১ বলে ৫০ রান করেন রঞ্চি। ধারাবাহিকতা ধরে রেখে পরের ম্যাচেও অর্থাৎ গতকাল ৬ষ্ঠ ম্যাচে বালাখ লিজেন্ডের বিপক্ষে ৩৮ বলে ৪৭ রান করেন।লুক রঞ্চির এই ফর্মে ফেরাটা নিশ্চই ভাইকিংস ভক্তদের প্রশান্তি যোগাবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন