গতকাল বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম সাক্ষাৎকারে নিজের নিবেদন ও পরিশ্রমের পেছনের গল্প প্রকাশ করতে গিয়ে বলেন দেখুন আমি তামিম বা সাকিবের মতো প্রতিভাবান না।তিনি আরও বলেন বাংলাদেশের ইতিহাসে এই দুজনের মতো প্রতিভাবান ক্রিকেটার আর কেউ নেই। তাছাড়া আশরাফুল ভাই একদিকে ছিলেন কিন্তু নিজের প্রতিভা নিজেই নষ্ট করেছেন। প্রতিভাকে ম্যাক্সিমাইজ করার কথা যদি বলেন সাকিব-তামিম দারুণভাবে করেছে।
তিনি বলেন আমি ভাই অত প্রতিভাবান না। অনেক আগেই সেটা বুঝেছি। একটা অপশনই আমার সামনে ছিল কষ্ট করে নিজেকে আরও ভালো করা। কষ্ট করার ইচ্ছা বলেন বা সামর্থ্য সেটা আল্লাহ আমাকে দিয়েছেন। সেটা শুধু খেলা নয় পড়াশোনা বা সবদিকেই কষ্ট করতে চাই ও পারি। সৎ ভাবেই চেষ্টা করি।
তিনি আরও জানান আমি চেষ্টার সঙ্গে কোনো আপোস করি না। একা একা কষ্ট করাও কিন্তু কঠিন। আপনি রানিং করে যাচ্ছেন জিম করছেন কিন্তু কেউ দেখছে না তখন নিজেকে অনুপ্রাণিত করা কঠিন। মানসিকভাবে অনেক শক্ত থাকতে হয়।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন