শিরোনাম

প্রচ্ছদ /   ব্যাটিং এ আশরাফুলের দল দেখে নিন ১ উইকেটে কত রান করেছেন আশরাফুলরা

ব্যাটিং এ আশরাফুলের দল দেখে নিন ১ উইকেটে কত রান করেছেন আশরাফুলরা

Avatar

সোমবার, অক্টোবর ১৫, ২০১৮

প্রিন্ট করুন

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে স্বাগতিক খুলনা বিভাগ এবং রংপুর বিভাগ। ইতিমধ্যে টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে রংপুর।

তবে দলীয় ২৩ রানেই ওপেনার রবিউল ইসলামের (১২) উইকেট হারিয়েছে তাঁরা। এরপরে জুটি গড়েছেন দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান এনামুল হক বিজয় এবং সৌম্য সরকার। এই রিপোর্ট লিখার সময়ে বিজয়ের সংগ্রহ ৩৫* রান।সৌম্য করেছেন ৪০* রান। খুলনার প্রথম ইনিংসের রান এক উইকেটে ৯৯।

এদিকে দিনের আরেক খেলায় বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ঢাকা মেট্রোপলিটন এবং চট্টগ্রাম বিভাগ। টসে জিতে ঢাকা মেট্রোকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে চট্টগ্রাম।

চট্টগ্রামের পেসার হাসান মাহমুদের বলে বোল্ড হয়ে ফিরেছেন মেট্রোর ওপেনার মোহাম্মদ নাইম (৯)। ব্যাটিংয়ে আছেন সাদমান ইসলাম এবং শামসুর রহমান। সাদমান আছেন ৩৩* রানে।শামসুরের সংগ্রহ ১৮* রান। ঢাকা মেট্রো সংগ্রহ করেছে এক উইকটে ৬৫ রান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন