জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ শুরু হবে। আর আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে আগামীকাল সোমবার (১৫ অক্টোবর) থেকে শুরু হচ্ছে অনুশীলন ক্যাম্প।
কাল সকাল ৯টায় মিরপুরে উপস্থিত থাকবেন স্কোয়াডে থাকা সকল ক্রিকেটার। আর তাদের এই ক্যাম্প শেষ হবে ২০ অক্টোবর। জিম্বাবুয়ে সিরিজের তিন ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২১, ২৪ ও ২৬ অক্টোবর।
আগামী ১৬ই অক্টোবর বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে দল। দক্ষিণ আফ্রিকা থেকে সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে দলটির অবতরণের কথা জনিয়েছে বিসিবি সুত্র। এরপর আগামী ১৯ অক্টোবর বিকেএসপিতে একদিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
বলতে গেলে দক্ষিণ আফ্রিকা থেকে খালি হাতেই বাংলাদেশ আসবে জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজে হেরেছে জিম্বাবুয়ে। ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।
উল্লেখ্য, আগামী ২১ই অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন