শিরোনাম

প্রচ্ছদ /   বিসিবিতে যুক্ত হতে চলেছে নতুন আরও একটি পরিচয়

বিসিবিতে যুক্ত হতে চলেছে নতুন আরও একটি পরিচয়

Avatar

রবিবার, অক্টোবর ১৪, ২০১৮

প্রিন্ট করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন একাধারে একজন রাজনীতিবিদও। বর্তমান এই সংসদ সদস্যের নামের পাশে এবার যুক্ত হতে চলেছে নতুন আরও একটি পরিচয়।টেস্ট ক্রিকেটে আগ্রহ নেই সিনিয়র ক্রিকেটারদের!

আর কয়েক সপ্তাহ পরই এশিয়ান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন দেশের ক্রিকেটের এই অভিভাবক।নাজমুল হাসান এসিসির সভাপতি হচ্ছেন, এটি জানা গিয়েছিল গত এপ্রিল মাসেই।

গত ১৯ এপ্রিল তিনি জানিয়েছিলেন, ‘সামনের এসিসি সভাপতি নেয়া হবে বাংলাদেশ থেকে। ওখানে আমাদের থেকে একটা নাম সুপারিশ করতে হবে। আর আজ বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। আমার নামটাই পাঠানো হবে বাংলাদেশের পক্ষ থেকে। এসিসির আগামী বোর্ড মিটিংয়ে আমার নামটাই যাচ্ছে।’

তার সেই বক্তব্যের পর পেরিয়েছে ৬ মাস। এবার জানা গেল- কবে সেই দায়িত্ব গ্রহণ করবেন নাজমুল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৮ নভেম্বর পাকিস্তানের লাহোরে এসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেখানেই নাজমুল সভাপতির পদ গ্রহণ করবেন।

নাজমুল যার স্থলাভিষিক্ত হচ্ছেন তিনিই মূলত ঐ বার্ষিক সভার আয়োজক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান সভাপতি এহসান মানি এসিসিরও বর্তমান সভাপতি। দুই বছরের জন্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পালাক্রমে এবার দায়িত্ব বর্তেছে বাংলাদেশের উপর। আর বাংলাদেশ থেকে বোর্ড সভাপতিই নির্বাচিত হয়েছেন ঐ দায়িত্ব পালনের জন্য।

নাজমুলের আগে আরও দুইজন বাংলাদেশি এসিসির সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরা দুজনই বিসিবির সাবেক সভাপতি- আলী আসগর লবি (২০০২-২০০৪) ও আ হ ম মোস্তফা কামাল (২০১০-২০১২)। এশিয়ার ক্রিকেটের শীর্ষ কর্তা হিসেবে নাজমুল তাই হতে চলেছেন তৃতীয় বাংলাদেশি।

উল্লেখ্য, এশিয়ার চার টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকেই নির্বাচিত হন এসিসি সভাপতি। এভাবে পালাক্রমে সব দেশেরই প্রতিনিধি পান এশিয়ান ক্রিকেট কাউন্সিল পরিচালনার মূল দায়িত্ব।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন